Most Liked Videos on Youtube: বলুন তো ইউটিউবে কোন ভিডিওয় লাইকের সংখ্যা সব চেয়ে বেশি? উত্তরটা কিন্তু চমকে দেবে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Most Liked Videos on Youtube: অবসরে হোক বা যাতায়াতের ফাঁকে , বর্তমান সময়ে ইউটিউব যেন সর্বক্ষণের সঙ্গী। কিন্তু কখনও ভেবে দেখেছেন সেই প্ল্যাটফর্মের কোন ভিডিওয় সবচেয়ে বেশি লাইক আছে? জেনে নেওয়া যাক।
advertisement
1/6

অবসরে হোক বা যাতায়াতের ফাঁকে , বর্তমান সময়ে ইউটিউব যেন সর্বক্ষণের সঙ্গী। কিন্তু কখনও ভেবে দেখেছেন সেই প্ল্যাটফর্মের কোন ভিডিওয় সবচেয়ে বেশি লাইক আছে? জেনে নেওয়া যাক।
advertisement
2/6
উইকিপিডিয়া বলছে, এখনও পর্যন্ত ইউটিউবে লুই ফনসির 'ডেসপাসিটো' গানের ভিডিওটি সব চেয়ে বেশি লাইক পেয়েছে। ৫১.৭৪ মিলিয়ন মানুষ ভিডিওটি লাইক করেছেন। গানটি ২০১৭ সালের ১২ জানুয়ারি ইউটিউবে আপলোড করা হয়।
advertisement
3/6
দ্বিতীয় স্থানে রয়েছে, উইজ খলিফা এবং চার্লি পুথের 'সি ইউ এগেইন' গানের ভিডিওটি। লাইকের সংখ্যা ৪১.৩৪ মিলিয়ন। ২০১৫ সালের ৬ এপ্রিল গানটি ইউটিউবে আপলোড করা হয়।
advertisement
4/6
তৃতীয় স্থানে পিঙ্কফংয়ের বেবি শার্ক ডান্স। ৪০.৬২ মিলিয়ন লাইক আছে ভিডিওটিতে। সেটি আপলোড করা হয় ২০১৬ সালের ১৭ জুন।
advertisement
5/6
চতুর্থ স্থানে রয়েছে মিস্টার বিস্টের উড ইউ ফ্লাই টু প্যারিস ফর আ বাগেট-এর ভিডিওটি। লাইকের সংখ্যা ৩৬.৬৩ মিলিয়ন। ভিডিওটি আপলোড করা হয় ২০২২ সালে ৮ ডিসেম্বর।
advertisement
6/6
পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর ডায়নামাইট। গানটির ভিডিওয়ে লাইকের সংখ্যা ৩৬.৬১ মিলিয়ন। গানটি ২০২০ সালের ২১ অগাস্ট আপলোড করা হয়। (তথ্যসূত্র: উইপিডিয়া)