Kumkum Juhi Parmar: 'কুমকুম' হয়ে তুমুল সাফল্য, হাজার ওঠাপড়া! আলোকবৃত্ত থেকে অকালে হারিয়ে গেলেন জুহি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kumkum Juhi Parmar: দীর্ঘ সাত বছর 'কুমকুম'-এ অভিনয় করেন জুহি। পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়েও সঞ্চালিকার ভূমিকায় দেখা যেত তাঁকে।
advertisement
1/8

সাল ২০০২। হিন্দি টেলিভিশনে আবির্ভাব হয় 'কুমকুম'-এর। একতা কাপুর প্রযোজিত পারিবারিক এই ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন জুহি পারমার। তাঁর প্রাণোচ্ছল স্বভাব, অভিনয় দক্ষতা, এ সব কিছুই দর্শকদের নজর কেড়েছিল।
advertisement
2/8
খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছিলেন জুহি। সেই সময় প্রায় সকলের ড্রয়িং রুমেই পৌঁছে গিয়েছিল 'কুমকুম'। এই ধারাবাহিকের সুবাদে প্রচুর ধারাবাহিকও এসেছিল জুহির ঝুলিতে।
advertisement
3/8
১৯৯৮ সালে জি টিভির একটি ধারাবাহিক দিয়ে হাতেখড়ি হয়েছিল জুহির। তার পর যদিও অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। ২০০০ সালে ফের পর্দায় প্রত্যাবর্তন হয় তাঁর। কিন্তু 'কুমকুম'-এর হাত ধরেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছিলেন জুহি।
advertisement
4/8
দীর্ঘ সাত বছর 'কুমকুম'-এ অভিনয় করেন জুহি। পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়েও সঞ্চালিকার ভূমিকায় দেখা যেত তাঁকে।
advertisement
5/8
কাজের অভাব জুহির কখনওই হয়নি। তবে 'কুমকুম'-এর মতো সাফল্য তাঁকে আরও কোনও ধারাবাহিক এনে দিতে পারেনি।
advertisement
6/8
ব্যক্তিজীবনেও ওঠাপড়া দেখেছেন জুহি। ২০০৯ সালে তিনি বিয়ে করেন অভিনেতা শচীন শ্রফকে। তাঁদের একটি মেয়েও আছে।
advertisement
7/8
তবে জুহি-শচীনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। মেয়েকে বড় করার দায়িত্ব পেয়েছেন জুহি।
advertisement
8/8
একদিকে কাজ, অন্য দিকে সংসার। দু'দিক দিব্যি সামলাচ্ছেন জুহি। একাধিক ছবি-সিরিজ তাঁর ঝুলিতে থাকলেও তাঁকে 'কুমকুম' হিসেবেই মনে রেখেছেন দর্শক।