'ধনকে দেখিলু...মনকে চিনলু নাই' ভাইরাল গানের 'নায়ক' এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য
- Published by:Tias Banerjee
Last Updated:
Chi Chi Chi Re Nani: ১৯৯৫ সালে লেখা ও ২০০৫ সালে মুক্তি পাওয়া বিভূতি বিসওয়ালের অভিনীত ওড়িয়া গান ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে ২০ বছর পর আবার আলোচনায় এসেছে। ইউটিউবে ভিউ ১২০ কোটি ছাড়িয়েছে।
advertisement
1/12

১৯৯৫ সালে লেখা এবং ২০০৫ সালে মুক্তি পাওয়া গান ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ ইনস্টাগ্রামে ট্রেন্ড করার পর ২০ বছর পর বিভূতি বিসওয়াল আবারও আলোচনায়।
advertisement
2/12
ইনস্টাগ্রামের যুগ। এখানে কখন, কোথা থেকে কোন গান ভাইরাল হয়ে যাবে, তা বোঝা প্রায় অসম্ভব। সম্প্রতি, **‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’** গানটি ইনস্টাগ্রামসহ সব সামাজিক মাধ্যমেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
advertisement
3/12
ভাষা বুঝতে না পারলেও গানটি ভক্তদের মুগ্ধ করেছে। অনেকেই ওড়িয়া ভাষার এই গান, যা **‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’** শব্দ দিয়ে শুরু হয়, তাতে নাচ করে ইনস্টাগ্রামে রিল হিসেবে পোস্ট করছেন।
advertisement
4/12
এটি এক ব্যর্থ প্রেমের গান। প্রেমিক তার প্রেমিকার কথা ভেবে গানটি গেয়েছেন, যা ওড়িয়া অ্যালবাম **‘বালিফুল’**-এ অন্তর্ভুক্ত। এতে অভিনয় করেছেন বিভূতি বিসওয়াল।
advertisement
5/12
এই গানের শুরু সম্বলপুর থেকে। এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায়। নতুন বছরের শুরুতেই “ছি ছি ছিঁড়ে ননী...” গানটি যেন এক জাদু ছড়িয়েছে। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১২০ কোটির গণ্ডি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর শর্ট ক্লিপ তৈরি করেছেন।—'ছিঃ ছিঃ রে ননী ছিঃ…।’ বিশেষ করে গানের একটি পরিচ্ছদ মুখে মুখে ফিরছে— (Chi Chi Chi re Nani Bengali Lyrics) ধন কে দেখিলু তুই ননী সিনা মনকে চিনলু নাই সুনাকে চিনলু বানাকে চিনলু মনিষো চিনলু নাই ধন নাই বলি মোর পাখে ননী তার কাজে উঠি গলু ধন আছি সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু গোটে দিনাো মিশা যগি দেলু নাহি কেড়ে কথা করি দেলু। মুই গাঁ যাই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু। রে ননী ছিঃ ছিঃ ছিঃ
advertisement
6/12
গানটি ১৯৯৫ সালে লেখা হলেও ২০০৫ সালে চিত্রায়িত হয়। লেখা হওয়ার ১০ বছর পর গানটির ভিডিও তৈরি করা হয়। গানের প্রযোজক তথা রচয়িতা সীতারাম আগরওয়াল এর কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশ্বাল এবং পরিচালক মনভঞ্জন নায়ক।
advertisement
7/12
এই গানে ওড়িয়া থিয়েটারের জনপ্রিয় অভিনেতা **বিভূতি বিসওয়াল** অভিনয় করেছেন। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই গানটি এখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
advertisement
8/12
এমন পরিস্থিতিতে, অভিনেতা বিভূতি বিসওয়াল সম্প্রতি এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন। প্রায় ২০ বছর পর তিনি আবারও আলোচনায় এসেছেন। সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশ্বাল একজন নিবেদিতপ্রাণ মঞ্চশিল্পী। থিয়েটারে তাঁর দক্ষতা, প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন। আকাশবাণী সম্বলপুরের সঙ্গে যুক্ত এই শিল্পী পার্ট-টাইম আর্ট টিচার হিসেবেও কাজ করেন।
advertisement
9/12
২০ বছর পর তাঁকে দেখে ভক্তরা অবাক হয়েছেন, আর তিনিও আনন্দ প্রকাশ করেছেন যে তার গানটি এখন ট্রেন্ড করছে। বিভূতি জানিয়েছেন, পরিচালক মনভঞ্জন নায়কের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল এক থিয়েটারের মাধ্যমে। বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজাত অভিনয় দক্ষতা দেখে পরিচালক তাঁকে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও এর আগে কখনও মিউজিক ভিডিওতে অভিনয় বা নাচ করেননি তিনি, তবুও নির্মাতারা তাঁর উপর ভরসা করেছিলেন।
advertisement
10/12
গানটি প্রথম বার রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে। ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন। তখনই এই গল্পটি তৈরি করেন নায়ক।
advertisement
11/12
গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাঁকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে, তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে গানটি গেয়ে ওঠে যুবক।
advertisement
12/12
এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল পিটাপালি এবং জামদারপালি গ্রামে। প্রথমে গানটি সামান্য পেলেও পরে হারিয়ে যায়। এখন সেই গানই ইতিহাস গড়ছে। সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে ছিঃ ছিঃ রে ননী ছিঃ।