একজন দু'জন নয়, একসঙ্গে ৫ জনের প্রেমে! অবশেষে বিয়ে করলেন 'হার্টথ্রব' নায়িকা! স্বামীও বলিউডের জনপ্রিয় অভিনেতা
- Published by:Tias Banerjee
Last Updated:
স্কুলে পড়ার সুযোগই পাননি তিনি। পারিবারিক সমস্যার কারণে বাড়িতেই চলেছে পড়াশোনা। তার পরও হাল না ছেড়ে নিজেই গড়ে নিয়েছেন নিজের ভবিষ্যৎ। প্রথম ছবি ফ্লপ করার পরেও থেমে যাননি। দীর্ঘ গোপন সম্পর্কের পর বিয়ে করলেন বয়সে ছোট এক প্রেমিককে! কেন?
advertisement
1/12

বলিউডে দীর্ঘদিন ধরে টিকে থাকা নায়িকারা হাতেগোনা। এমনিতেই কাঁধে কোনও 'গডফাদার' ছাড়াই অভিনয় জগতে পা রাখা এবং স্টার হয়ে ওঠা খুব সাধারণ ব্যাপার নয়। আজ যাঁর কথা বলছি, তিনি সেই বিরল তালিকাতেই পড়েন।
advertisement
2/12
ছোটোবেলাতেই বাবার থেকে আলাদা হয়ে যেতে হয় তাকে। একাকীত্ব আর শিক্ষা বঞ্চনার মধ্যেই কেটেছে শৈশব। স্কুলে পড়ার সুযোগই পাননি তিনি। পারিবারিক সমস্যার কারণে বাড়িতেই চলেছে পড়াশোনা। তার পরও হাল না ছেড়ে নিজেই গড়ে নিয়েছেন নিজের ভবিষ্যৎ। প্রথম ছবি ফ্লপ করার পরেও থেমে যাননি।
advertisement
3/12
ছোটোবেলাতেই বাবার থেকে আলাদা হয়ে যেতে হয় তাকে। একাকীত্ব আর শিক্ষা বঞ্চনার মধ্যেই কেটেছে শৈশব। স্কুলে পড়ার সুযোগই পাননি তিনি। পারিবারিক সমস্যার কারণে বাড়িতেই চলেছে পড়াশোনা। তার পরও হাল না ছেড়ে নিজেই গড়ে নিয়েছেন নিজের ভবিষ্যৎ। প্রথম ছবি ফ্লপ করার পরেও থেমে যাননি।
advertisement
4/12
একের পর এক চেষ্টা করে আজ বলিউডের অন্যতম প্রথম সারির নায়িকা তিনি। জুলাই মাসেই ছিল তাঁর জন্মদিন। জানুন তাঁর কেরিয়ার ও প্রেমের সেরা মুহূর্তগুলি।
advertisement
5/12
এই অভিনেত্রী হলেন ক্যাটরিনা কাইফ, যিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ডান্সিং কুইন’ বলেই পরিচিত। বহু মানুষের হার্টথ্রব আজও। বছরের পর বছর ধরে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। তাঁর ৫ প্রেমিক কারা?
advertisement
6/12
১৯৮৩ সালের ১৬ জুলাই, হংকং-এ জন্মগ্রহণ করেন ক্যাটরিনা। তাঁর বাবা মোহাম্মদ কাইফ, কাশ্মীরি মুসলিম। মা সুজান টারকোট, ব্রিটিশ নাগরিক এবং সমাজসেবী। খুব ছোটোবেলাতেই ক্যাটরিনার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। মা-ই তাঁকে বড় করে তোলেন। মা ছিলেন সমাজসেবী, বিভিন্ন দেশে ঘুরে কাজ করতেন। সেই সূত্রে ছোটোবেলায় ক্যাটরিনাকে থাকতে হয়েছে একের পর এক নতুন দেশে। মোট ১৮টি দেশের ভেতর তাঁর শৈশব কেটেছে। ঠিকমতো স্কুলে যাওয়ার সুযোগও পাননি। বাড়িতে থেকেই চলেছে পড়াশোনা।
advertisement
7/12
মাত্র ১৪ বছর বয়সে মডেলিং শুরু করেন ক্যাটরিনা। লন্ডনের একটি ফ্যাশন শো-তে ভারতের পরিচালক কাইজাদ গুস্তাদের চোখে পড়েন তিনি। তারপরেই ২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। কিন্তু প্রথম ছবিটি একেবারেই সফল হয়নি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
advertisement
8/12
কিন্তু ক্যাটরিনার সৌন্দর্য, উপস্থিত বুদ্ধি এবং অভিনয় দর্শকের নজর কাড়ে। এরপর থেকেই একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকেন। যদিও বলিউডে তাঁর প্রথম বড় সাফল্য আসেনি—তা এসেছিল দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মল্লেশ্বরী’ ছবির হাত ধরেই জনপ্রিয়তা পান তিনি।
advertisement
9/12
‘অল্লারি পিডুগু’ ছবিতে বালাকৃষ্ণার সঙ্গে অভিনয় করলেও, ছবিটি সফল হয়নি। তবে পরের বছর সালমান খানের সঙ্গে করা 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া' (২০০৫) ছবির মাধ্যমে বলিউডে প্রথম হিট পান তিনি। তারপর ‘নমস্তে লন্ডন’ (২০০৭), ‘রেস’ (২০০৮), ‘রাজনীতি’ (২০১০), ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১), ‘এক থা টাইগার’ (২০১২), ‘ধুম ৩’ (২০১৩)-এর মতো একের পর এক সফল ছবিতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেন ক্যাটরিনা।
advertisement
10/12
২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ। বিয়ের আগে নানা বলিউড অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।
advertisement
11/12
শোনা যায়, সলমান খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আরও একজন অভিনেতার সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছিলেন তিনি।
advertisement
12/12
দীর্ঘ গোপন সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে করেন ভিকি কৌশলকে। বর্তমানে ক্যাটরিনার মোট সম্পত্তির মূল্য আনুমানিক ২৬৩ কোটি টাকা।