Srabanti Chatterjee Son: ছেলের জন্য থানায় দৌড়! এই প্রথম নয়, অতীতেও একাধিক বচসায় জড়ান শ্রাবন্তী-পুত্র
- Published by:Sanchari Kar
Last Updated:
Srabanti Chatterjee Son: শ্রাবন্তীর একমাত্র ছেলে অভিমন্যুকে নিয়ে চর্চা নেহাত কম নয়। একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে জলঘোলা হয়েছে তাঁকে নিয়েও।
advertisement
1/8

বিতর্ক এবং তিনি যেন সমার্থক। ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার জন্য প্রায়ই শিরোনামে আসেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর একমাত্র ছেলে অভিমন্যুকে নিয়েও চর্চা নেহাত কম নয়। একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে জলঘোলা হয়েছে তাঁকে নিয়েও।
advertisement
2/8
সাল ২০২১। ব্যায়ামবিদদের আক্রমণ করে একটি পোস্ট দিয়েছিলেন শ্রাবন্তীপুত্র। লিখেছিলেন, 'পৃথিবীতে কিছু বুদ্ধিহীন বডিবিল্ডার আছে যারা তাদের শরীরের এতটাই বৃদ্ধি ঘটিয়েছে যে, মস্তিষ্কেই আর কিছু নেই'।
advertisement
3/8
অনেকেই মনে করেছিলেন, শ্রাবন্তীর স্বামী রোশন সিংকে কটাক্ষ করেই এই পোস্ট করেছিলেন অভিমন্যু। রোশন যে শরীর চর্চা নিয়ে মনোযোগী, তা সকলেরই জানা। আর সেখান থেকেই দু'য়ে দু'য়ে চার করার চেষ্টা করেছিলেন অনেকে।
advertisement
4/8
এখানেই শেষ নয়। স্যান্ডি সাহার সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অভিমন্যু। স্যান্ডি দাবি করেছিলেন, অভিমন্যু তাঁকে তাঁর যৌন পরিচয় নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেছিলেন।
advertisement
5/8
চুপ করে থাকেননি অভিমন্যুও। স্যান্ডিকে 'গুণ্ডা' তকমা দিয়ে শ্রাবন্তী-পুত্র জানিয়েছিলেন, তিনি হোমোফোবিক নন। তিনি সমকামী এবং প্রান্তিক যৌনতার মানুষদের সমর্থন করেন।
advertisement
6/8
দিন কয়েক আগেই আবাসনের এক বাসিন্দার সঙ্গে সম্প্রতি বিতণ্ডায় জড়িয়েছিলেন অভিমন্যু। বিষয়টি টের পেতেই ছুটে আসেন অভিনেত্রী এবং তাঁর 'প্রেমিক' অভিরূপ নাগচৌধুরী।
advertisement
7/8
দু'পক্ষের মধ্যে প্রায় হাতাহাতি লেগে যায়। অবস্থা আরও জটিল হতেই আনন্দপুর থানায় ছুটে যায় দুই পক্ষ। কিন্তু শেষমেশ কোনও এইআইআর দায়ের হয়নি। আলোচনার মাধ্যমেই ঝামেলা মিটিয়ে নেয় উভয় পক্ষ।
advertisement
8/8
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করেছেন শ্রাবন্তী। অভিমন্যুর সঙ্গে বন্ধুর মতোই মেশেন তিনি। তাঁর বান্ধবীর সঙ্গেও সময় কাটান শ্রাবন্তী।