Diwali Tollywood: শোভন-সোহিনী থেকে রাজ-শুভশ্রী! কেমন ভাবে দীপাবলি কাটালেন টলি তারকারা? দেখে নিন ছবি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দেখে নিন টলিউড তারকাদের দীপাবলির উদযাপনের ঝলক।
advertisement
1/7

দীপাবলি উপলক্ষ্যে আলোয় মেতে উঠেছে গোটা দেশ। টলিপাড়়ার সেলেবরাও জমিয়ে উপভোগ করলেন সকলে। আলোর উত্সবে কেউ প্রথমবার সন্তানকে প্রকাশ্যে আনলেন, তো কোথাও চর্চিত প্রেমিক প্রেমিকারা এলেন আরও কাছাকাছি। দেখে নিন টলিউড তারকাদের দীপাবলির উদযাপনের ঝলক।
advertisement
2/7
শোভন-সোহিনী: বহুদিন ধরেই শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের সম্পর্ক নিয়ে টলিপাড়ার অন্দরে কানাঘুঁসো শোনা যাচ্ছিল। তবে এবার রাখঢাক ছেড়ে একসঙ্গে দীপাবলি কাটালেন গায়ক এবং নায়িকা। দু'জনে রংমিলান্তি করে পোশাকও পরেছিলেন।
advertisement
3/7
জিৎ-মোহনা: সদ্য পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। চারজনে মিলেই তাই দীপাবলি উদযাপন করলেন।
advertisement
4/7
রাহুল-প্রিয়াঙ্কা: বিচ্ছেদ দূরে রেখে ফের একসঙ্গে থাকছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজকে নিয়ে সুন্দর দীপাবলি কাটালেন দু'জনে।
advertisement
5/7
যশ-নুসরত: দীপাবলির হলুদ রঙের শাড়ি এবং পাঞ্জাবির সাজে ধরা দিলেন যশ এবং নুসরত।
advertisement
6/7
গৌরব-ঋদ্ধিমা: সদ্য বাবা-মা হয়েছেন গৌরব চক্রবর্তি এবং ঋদ্ধিমা ঘোষ। ছেলে ধীরের নামেই রঙ্গোলী দিয়েছেন তাঁরা।
advertisement
7/7
রাজ-শুভশ্রী: নীল পাঞ্জাবি পরে বাবার কোলে দীপাবলি কাটালো ছোট্ট ইউভান।