TRENDING:

Alia Bhatt: ‘জিগরা’-র বক্স অফিস কালেকশন নিয়ে এ কী মিথ্যা বললেন আলিয়া? ইনস্টাগ্রামে সরাসরি বিঁধলেন দিব্যা খোসলা

Last Updated:
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফাঁকা হলের ছবি পোস্ট করেছেন দিব্যা খোসলা। লিখেছেন যে, “সব জায়গায় প্রেক্ষাগৃহ ফাঁকাই যাচ্ছে। আলিয়া ভাটের সত্যিই প্রচুর জিগরা রয়েছে। নিজেই টিকিট কিনেছেন। আর নকল কালেকশন ঘোষণা করে দিয়েছেন। আশ্চর্য হচ্ছি যে, পেইড মিডিয়া এখন কেন চুপ?”
advertisement
1/7
‘জিগরা’-র বক্স অফিস কালেকশন নিয়ে এ কী মিথ্যা বললেন আলিয়া? বিঁধলেন দিব্যা খোসলা
দিব্যা খোসলার ছবি ‘সাভি’ এবং আলিয়া ভাটের ‘জিগরা’ নিয়ে বিতর্ক আপাতত তুঙ্গে। এবার ইনস্টাগ্রামে আলিয়াকে সরাসরি খোঁচা দিতে দেখা গেল দিব্যা খোসলাকে। ফলে বিতর্কের আগুনে যেন ঘি পড়েছে! কিন্তু কী এমন করলেন দিব্যা? সম্প্রতি ফাঁকা প্রেক্ষাগৃহের একটি ছবি ভাগ করে নিয়ে দিব্যা দাবি করেন, যে প্রেক্ষাগৃহে জিগরা চলছে, সেই হলগুলি ফাঁকা যাচ্ছে।
advertisement
2/7
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফাঁকা হলের ছবি পোস্ট করেছেন দিব্যা খোসলা। লিখেছেন যে, “সব জায়গায় প্রেক্ষাগৃহ ফাঁকাই যাচ্ছে। আলিয়া ভাটের সত্যিই প্রচুর জিগরা রয়েছে। নিজেই টিকিট কিনেছেন। আর নকল কালেকশন ঘোষণা করে দিয়েছেন। আশ্চর্য হচ্ছি যে, পেইড মিডিয়া এখন কেন চুপ?” সেই সঙ্গে দিব্যা হ্যাশট্যাগ দিয়ে আরও লিখেছেন যে, ‘উই শ্যুড নট ফুল দ্য অডিয়েন্স’, ‘ট্রুথ ওভার লাইজ’, ‘হ্যাপি দশেরা’।
advertisement
3/7
রীতিমতো বুদ্ধি আর কৌশল করেই একপ্রকার আলিয়াকে হ্যাশট্যাগ করেছেন দিব্যা। আর বেশ তীর্যক ভঙ্গিতেই লিখেছেন, “সচ মেঁ বহুত জিগরা হ্যায় (অর্থাৎ সত্যি সত্যিই বুকের পাটা রয়েছে)।” এভাবে আলিয়াকে রীতিমতো একহাত নিলেন দিব্যা। এমনকী জিগরা অভিনেত্রীকে সত্যের সম্মুখীন হওয়ার সাহসটুকু রাখার কথাও বলেছেন তিনি। এর পাশাপাশি দিব্যার তোপ, আলিয়া নিজেই টিকিট কিনে নকল কালেকশন দেখাতে চেয়েছেন। বক্স অফিসের পরিসংখ্যানের ক্ষেত্রেও ভুয়ো তথ্য দিয়েছেন।
advertisement
4/7
‘সাভি’ আর ‘জিগরা’-র এই দ্বৈরথ নতুন নয়। কারণ সাম্প্রতিক অতীতেই আলিয়া ভাটের ‘জিগরা’ ছবির সঙ্গে নিজের ছবি ‘সাভি’-র মিল নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন দিব্যা খোসলা। যদিও বিষয়টা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে বলেন যে, “প্রতিটি ছবির নিজস্ব পথ রয়েছে। আর এমন ধারার ছবি প্রথমবার করার জন্য তিনি যারপরনাই উচ্ছ্বসিত।”
advertisement
5/7
‘সাভি’ ছবিতে রয়েছেন হর্ষবর্ধন রানে এবং অনিল কাপুরও। এই ছবির গল্পের মূলে রয়েছে এক গৃহবধূ। যিনি নিরাপত্তার বেষ্টনীতে মোড়া ইংল্যান্ডের এক জেল ভেঙে নিজের স্বামীকে বার করে নিয়ে আসবেন। অনেকটা সাবিত্রী-সত্যবানের গল্পের মতো। এদিকে জিগরা ছবিতেও একই ধরনের গল্প দেখা যাবে। আসলে নিজের ভাইকে জেল ভেঙে বার করে আনার ছক কষে আলিয়া ভাট অভিনীত চরিত্রটি।
advertisement
6/7
আইএএনএস-এর কাছে দিব্যা বলেন যে, “হ্যাঁ, এই বিষয়ে আমি সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রি এবং ট্রেডের প্রচুর প্রশ্নের মুখোমুখি হচ্ছি। সকলেই একই কথা বলছেন যে, ‘সাভি’ আর ‘জিগরা’ ছবির গল্প অনেকটা একই রকম। কিন্তু ভক্তদের ভালবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে সাভি নিজের বাহুবলেই সাফল্যের মুখ দেখেছে। প্রেক্ষাগৃহ আর ওটিটি সব জায়গাতেই দারুণ সাফল্য এসেছে।
advertisement
7/7
এমনকী একাধিক দেশেও তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছি। তাই এই ভালবাসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ আমি। জেল ভেঙে পালানোকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এমনকী ‘জিগরা’-র সঙ্গে এই ছবির মিল থাকতে পারে। তবে প্রত্যেক ছবির নিজস্ব একটা গতিপথ থাকে। আর কখনও কখনও ২টি প্রযোজনা সংস্থা একরকম বিষয়বস্তুর উপর ছবি বানাতেই পারে।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
Alia Bhatt: ‘জিগরা’-র বক্স অফিস কালেকশন নিয়ে এ কী মিথ্যা বললেন আলিয়া? ইনস্টাগ্রামে সরাসরি বিঁধলেন দিব্যা খোসলা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল