TRENDING:

Guess the Celebrity: এক ঘণ্টায় ১.৫ কোটি, গান প্রতি ১০ লক্ষ পারিশ্রমিক! ডিভোর্সের পর ফের বিয়ে! ভারতের শীর্ষস্থানীয় এই গায়কের জীবনযাপন চমকে দেয়

Last Updated:
India's No. 1 Playback Singer Arijit Singh: এক ঘণ্টার কনসার্টের জন্য দেড় কোটি টাকা নেন এই সঙ্গীত শিল্পী। একটি গান গাওয়ার জন্য ১০ লক্ষ টাকা নেন অরিজিৎ সিং।
advertisement
1/10
এক ঘণ্টায় ১.৫ কোটি, গান প্রতি ১০ লক্ষ পারিশ্রমিক! ডিভোর্সের পর ফের বিয়ে! কে ইনি?
*গায়কের প্রথম বলিউড গান সুপারহিট হলেও সহজে সাফল্য পাননি তিনি। ব্যক্তিগত জীবনের উত্থান-পতন তাঁকে সাফল্যের নেশায় বুঁদ হতে দেয়নি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শৈশবের বন্ধুকে বিয়ে করেন। হাজার হাজার গান গেয়ে একজন গায়ক যে মর্যাদা পান, মাত্র ৬৫৫টি গান গেয়েই তাঁর মাথায় উঠেছে শ্রেষ্টত্বের মুকুট। সংগৃহীত ছবি। 
advertisement
2/10
*এক ঘণ্টার কনসার্টের জন্য দেড় কোটি টাকা নেন এই সঙ্গীত শিল্পী। তাঁর গান শোনার জন্য আট থেকে আশি মুখিয়ে থাকে। তাঁর কনসার্টের টিকিট পেতে নাজেহাল হতে হয়। কিন্তু সাধারণ সময়ে লাইমলাইট থেকে অনেটকা দূরে তাঁর বাস। সরল জীবনযাপনে অভ্যস্ত। তাঁর সাধারণ বাড়ি দেখতে সারা দেশ থেকে পর্যটকরা পৌঁছে যান মুর্শিদাবাদ। সংগৃহীত ছবি। 
advertisement
3/10
*গায়কের পরিবারে তাঁর মা, মামা এবং মাসিও গানে পারদর্শী। 'মার্ডার' ছবির 'ফির মহব্বত' গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান। 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটি গেয়ে সকলের কাছে পৌঁছে যান। গানটি শুনে অনেকেই বুঝতে পেরেছিলেন ব্যক্তিগত জীবনের বেদনাই নাকি গান হয়ে ফুটে উঠেছিল। এখানে যার কথা বলা হয়েছে, তিনি জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সংগৃহীত ছবি। 
advertisement
4/10
*অরিজিৎ সিংয়ের প্রথম বিয়ে টেকেনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। যদিও শীঘ্রই তাঁর শৈশবের বন্ধু কোয়েল রায় জীবনে আসেন। একে অপরের সঙ্গে ডেট করেন এবং তারপর বিয়ে। সংগৃহীত ছবি। 
advertisement
5/10
*অরিজিৎ সিং শুধু ভারতের শীর্ষ গায়কই নন, অত্যন্ত ধনীও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা। তাঁর এক ঘণ্টার কনসার্টের জন্য খরচ হয় দেড় কোটি টাকা। একটি গান গাওয়ার জন্য ১০ লক্ষ টাকা নেন অরিজিৎ সিং। সংগৃহীত ছবি। 
advertisement
6/10
*অরিজিৎ সিং চাইলে নিজের জন্য একাধিক বিলাসবহুল বাড়ি এবং গাড়ি কিনতে পারতেন। কিন্তু তা করেননি। সাধারণের মতোই জীবনযাপন করেন। একজন বিখ্যাত গায়কের সরল জীবনযাপন দেখে মানুষ অবাক হন। সংগৃহীত ছবি। 
advertisement
7/10
*মুর্শিদাবাদে অরিজিৎ সিংয়ের বাড়ি। তার বাইরে একটি ছোট গাড়ি পার্ক করা থাকে। দূর-দূরান্ত থেকে তাঁর ভক্তরা আসেন বাড়ি দেখতে। নিজে স্কুটি চালিয়ে দিনে বা রাতে এলাকায় ঘুরে বেড়ান পাড়ার ছেলে হয়েই। বাচ্চাদের স্কুলে নিয়ে যান নিজে, সেখানে অভিভাবকদের মিটিংয়েও  উপস্থিত থাকেন। সংগৃহীত ছবি। 
advertisement
8/10
*অরিজিৎ সিং 'ইন্ডিয়ান আইডল' জিততে না পারলেও তার গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়। ইউটিউবে মানুষ তাঁর গান শোনে পাগলের মতো। সংগৃহীত ছবি। 
advertisement
9/10
*অরিজিৎ সিং শুধু বলিউড নয়, ভারতের শীর্ষ গায়কের মর্যাদা পেয়েছেন ইতিমধ্যেই। ৯টি ভাষায় ৬৫৫টি গান গেয়ে তিনি ভারতের জনপ্রিয় গায়কের শিরোপা কুড়িয়ে নিয়েছেন। সংগৃহীত ছবি। 
advertisement
10/10
*অরিজিৎ সিং খুব ধনী এবং প্রতি মিউজিক কনসার্টে দেড় কোটি টাকা নেন, তবে সাধারণ জীবনযাপন করেন। তাঁর একটি সাধারণ বাড়ি এবং একটি সাধারণ গাড়ি রয়েছে, যা সারা দেশ থেকে পর্যটকরা শহরে পৌঁছয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: এক ঘণ্টায় ১.৫ কোটি, গান প্রতি ১০ লক্ষ পারিশ্রমিক! ডিভোর্সের পর ফের বিয়ে! ভারতের শীর্ষস্থানীয় এই গায়কের জীবনযাপন চমকে দেয়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল