Disha Patani: ডিপ নেকলাইন গাউনে স্পষ্ট 'বক্ষ-বিভাজিকা', হট লুকে আগুন জ্বালালেন দিশা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Disha Patani: দিশার রেড কার্পেট লুক নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে৷ গোলাপি রঙের প্লাঞ্জিং নেক গাউনে শরীরের একাংশই উন্মুক্ত৷ অনাবৃত উরুতে চোখ আটকে ছিল ভক্তদের৷
advertisement
1/5

বলিউড অভিনেত্রী দিশা পাটানি ফের আগুন জ্বালালেন নেটদুনিয়ায়। অভিনেত্রীর হট লুকে কাঁপছে সাইবারবাসী।
advertisement
2/5
শুক্রবার রাতে একটি অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত হয়েছিলেন দিশা৷ অভিনেত্রীর বোল্ড অবতারে রাতের ঘুম উড়ে গিয়েছে ভক্তদের৷ ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা৷
advertisement
3/5
দিশার রেড কার্পেট লুক নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে৷ গোলাপি রঙের প্লাঞ্জিং নেক গাউনে শরীরের একাংশই উন্মুক্ত৷ অনাবৃত উরুতে চোখ আটকে ছিল ভক্তদের৷
advertisement
4/5
গাউনের সঙ্গে খোলা চুল, হাই-হিল জুতো, মানানসই মেক-আপে দিশা মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছেন৷ ভালবাসা ও আগুনের ইমোজিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷
advertisement
5/5
বলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি রয়েছেন প্রথম সারিতে। সর্বদাই সেক্সি ফিগারে ঝড় তুলতে সিদ্ধহস্ত দিশা পাটানি। সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা দিশা। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত নায়িকা।