Disha Patani And Aleksandar Alex Ilic | টাইগার শ্রফ অতীত! তবে কার প্রেমে মজল দিশা পাটানির মন? ভাইরাল কপোত-কপোতীর ছবি
- Published by:Rachana Majumder
Last Updated:
Disha Patani And Aleksandar Alex Ilic | তবে নতুন প্রেম নিয়ে অবশ্য মুখ খোলেননি দিশা৷
advertisement
1/8

বলিউডে যেন মিলন-বিচ্ছেদের মরসুম চলছেই৷ এবার চর্চায় এলেন অভিনেত্রী দিশা পাটানি৷
advertisement
2/8
এতদিন টাইগার শ্রফের সঙ্গে তাঁর জড়িয়ে ছিল৷ তাঁদের সম্পর্ক ছিল বলিউডে হক কেক৷ তবে সে সব এখন অতীত৷ অন্য সম্পর্কে মজলেন সুন্দরী৷
advertisement
3/8
সিদ্ধার্থ মালহোত্রা ও দিশা পাটানি অভিনীত যোদ্ধাও মুক্তি পাচ্ছে এই বছরেই৷ ফলে অভিনেত্রীর সময় মন্দ যাচ্ছে না৷
advertisement
4/8
গুঞ্জন শোনা যাচ্ছে যে, দিশা মজেছেন মডেল অ্যালেকজান্ডারের প্রেমে। দিশা এবং অ্যালেকজান্ডারকে সোশ্যাল মিডিয়ায় বেশ ঘনিষ্ঠভাবে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে।
advertisement
5/8
কখনও ডিনার ডেটের ছবি, আবার কখনও মিষ্টি আয়না-নিজস্বী পোস্ট করছেন তাঁরা৷
advertisement
6/8
শীত পোশাকেও ধরা দিয়েছেন তাঁরা৷
advertisement
7/8
আবার তাঁদের ছবিতে মন্তব্য করেছেন টাইগার শ্রফের দিদিও৷
advertisement
8/8
তবে নতুন প্রেম নিয়ে অবশ্য মুখ খোলেননি দিশা৷