TRENDING:

Dipika-Shoaib: 'ইনকিউবেটরে রয়েছে ছেলে', দুশ্চিন্তায় ঘুম উড়েছে শোয়েব-দীপিকার, একরত্তির জন্য প্রার্থনার আর্জি

Last Updated:
Dipika-Shoaib: গত ২১ জুন দীপিকার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান৷ তবে নির্দিষ্ট সময়ের অনেক আগেই সন্তানের জন্ম হয়েছে৷ যার ফলে সদ্যোজাতকে আপাতত ইনকিউবেটরে রাখা হয়েছে৷ দুশ্চিন্তায় ঘুম উড়েছে নতুন বাবা ও মায়ের৷
advertisement
1/5
'ইনকিউবেটরে রয়েছে ছেলে', দুশ্চিন্তায় ঘুম উড়েছে শোয়েব-দীপিকার
গত ২১ জুন দীপিকার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান৷ নতুন বাবা হয়েছেন অভিনেতা শোয়েব ইব্রাহিম৷ বিয়ের পাঁচ বছর পর সন্তান এসেছে তাদের ঘরে৷ তবে নির্দিষ্ট সময়ের অনেক আগেই সন্তানের জন্ম হয়েছে৷ যার ফলে সদ্যোজাতকে আপাতত ইনকিউবেটরে রাখা হয়েছে৷ দুশ্চিন্তায় ঘুম উড়েছে নতুন বাবা ও মায়ের৷
advertisement
2/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে উদ্বেগের কথা প্রকাশ করেছেন শোয়েব৷ অভিনেতা জানিয়েছেন, 'আমি ও দীপিকা প্রচন্ড খুশি৷ আমাদের ছেলে হয়েছে এটা সকলেই জানেন৷ তবে এখন এর চেয়ে বলার আর বিশেষ কিছু নেই৷ কারণ আমাদের সন্তান প্রি-ম্যাচিওর এই মুহূর্তে ইনকিউবেটরে রয়েছে৷ তবে এটাই বলব, আপনারা সকলে ওর সুস্থতার জন্য প্রার্থনা করুন৷'
advertisement
3/5
দিনকয়েক আগেই ছেলে হওয়ার সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা শোয়েব৷ নিজের সোশ্যাল মিডিয়ায় শোয়েব লেখেন, ২১ জুন ভোরবেলা আমাদের ছেলে প্রথম পৃথিবীর আলো দেখল৷ যদিও বেশ কিছুটা সময়ের আগেই হল, তবে এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই৷ ছেলে ও মা দু'জনেই একদম সুস্থ আছে, সকলে আশীর্বাদ করবেন৷
advertisement
4/5
চলতি বছর জানুয়ারি মাসেই বাবা-মা সুখবর জানিয়েছিলেন তারকা দম্পতি৷ উল্লেখ্য, ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন দীপিকা কক্কর৷ শোয়েবকে বিয়ের পর ইসলাম ধর্মও নেন অভিনেত্রী৷
advertisement
5/5
গত বছর ফেব্রুয়ারিতেও গর্ভপাত হয়েছিল দীপিকার৷ সবরকম বাড়তি সতর্কতা নেওয়ার পরও প্রিম্যাচিওর সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা৷ টেলিভিশনের জনপ্রিয় জুটিকে নিয়ে সকলেরই উদ্বেগ বাড়ছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dipika-Shoaib: 'ইনকিউবেটরে রয়েছে ছেলে', দুশ্চিন্তায় ঘুম উড়েছে শোয়েব-দীপিকার, একরত্তির জন্য প্রার্থনার আর্জি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল