Dipika Kakar-Shoaib Ibrahim : তিন সপ্তাহ ধরে চার দেওয়ালে বন্দি সদ্যোজাত, সন্তান কোলে হাসপাতাল ছাড়লেন দীপিকা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dipika Kakar-Shoaib Ibrahim : এর আগে গত বছর একবার গর্ভপাত হয়েছিল দীপিকার। সেই সময়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দীপিকা ও শোয়েব। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার দরুন স্ত্রীর এই দুর্ঘটনার কথা জানিয়েছিলেন শোয়েব।
advertisement
1/6

বাড়ি ফিরল একরত্তি। প্রায় তিন সপ্তাহ হাসপাতালে কাটিয়ে আজ বিপদ থেকে মুক্ত প্রি ম্যাচিওর বেবি। বাবা-মায়ের কোলে মহা আড়ম্বরে হাসপাতালের বাইরের আলো দেখেছে। নতুন বাবা-মা শোয়েব ইব্রাহিম এবং দীপিকা কাকরের মুখে স্বস্তির প্রমাণ।
advertisement
2/6
দিনখানেক আগে শোয়েব ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আজ আমাদের ছেলেকে এনআইসিইউ-থেকে স্থানান্তরিত করা হয়েছে৷ ব্যস আর মাত্র কিছুদিন হাসপাতালে থাকতে হবে৷ তারপর শীঘ্রই ওকে নিয়ে বাড়ি যেতে পারব৷’
advertisement
3/6
‘আমাদের ছেলে এখন ভাল আছে৷ আপনাদের সকলকে ধন্যবাদ এতটা প্রার্থনা করার জন্য৷ এরপরও আমাদের জন্য প্রার্থনা করবেন৷’ তার পরেই হাসপাতালের বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন তারকা দম্পতি।
advertisement
4/6
কালো কুর্তা পরে ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়েছেন শোয়েব। গোলাপি সালওয়ার কামিজে নতুন মা প্রকাশ্যে। গত ২১ জুন সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।
advertisement
5/6
এর আগে গত বছর একবার গর্ভপাত হয়েছিল দীপিকার। সেই সময়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দীপিকা ও শোয়েব। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার দরুন স্ত্রীর এই দুর্ঘটনার কথা জানিয়েছিলেন শোয়েব।
advertisement
6/6
বাবা হওয়ার পর শোয়েব যখন ইনস্টাগ্রামে সুখবর দিয়ে লেখেন, ‘আজ ২১ জুন আমাদের কোলে পুত্রসন্তান এসেছে। প্রিম্যাচিওর বেবি, তবে দুশ্চিন্তার খুব একটা কারণ নেই,’ তখনও ‘সসুরাল সিমর কা’র নায়িকাকে নিয়ে চিন্তায় ছিলেন ভক্তরা।