TRENDING:

Dimple Kapadia-Akshay Kumar:যখন 'জামাই' অক্ষয় কুমারের সঙ্গে 'খোলামেলা স্নানের দৃশ্যে' অভিনয়ের কথা ছিল ডিম্পল কাপাডিয়ার

Last Updated:
Dimple Kapadia-Akshay Kumar: 'জামাই' অক্ষয় কুমারের সঙ্গে প্রায় নগ্ন দৃশ্যে অভিনয়ের অফার পান ডিম্পল কাপাডিয়া
advertisement
1/10
যখন 'জামাই' অক্ষয় কুমারের সঙ্গে 'খোলামেলা স্নানের দৃশ্যে' অভিনয়ের কথা ছিল ডিম্পল কাপাডিয়ার
বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার! এখনও জারি তাঁর 'ক্যারিজমা'! শুধুমাত্র কম বয়সি নায়িকাদের সঙ্গেই নয়, অক্ষয় তাঁর চেয়ে বেশি বয়সের অভিনেত্রীদের সঙ্গেও বড় পর্দায় গনগনে রোম্যান্স করেছেন। শুনলে অবাক হবেন, তাঁর শাশুড়ি ডিম্পল কাপাডিয়ার সঙ্গেও নগ্ন দৃশ্যে অভিনয় করার কথা ছিল অক্ষয়ের।
advertisement
2/10
সালটা ১৯৯৬। মুক্তি পায় উমেশ মেহরা পরিচালিত ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিটি। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছিলেন রেখা এবং রবিনা ট্যান্ডন। কিন্তু রেখা নয়, সেই জায়গায় ছবি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন ডিম্পল কাপাডিয়া।
advertisement
3/10
ডিম্পল কাপাডিয়া ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দেন। তার পর সেই প্রস্তাব যায় রেখার কাছে। তিনি রাজিও হন। ছবিতে রেখা আর অক্ষয়ের অন্তরঙ্গ কেমিস্ট্রি আজও ভোলেনি দর্শক।
advertisement
4/10
এই প্রসঙ্গে পুরনো এক সাক্ষাৎকারে ডিম্পল বলেছিলেন, ‘‘ভাগ্যিস আমি ওই ছবিতে কাজ করতে রাজি হইনি। না হলে পরে ভীষণ লজ্জায় পড়তাম। নিজের জামাইয়ের সঙ্গে এ রকম দৃশ্যে অভিনয়ের কথা মনে পড়লেই লজ্জায় মাথা কাটা যেত আমার!’’
advertisement
5/10
জানা যায়, ডিম্পল নাকি প্রথমে অক্ষয় আর টুইঙ্কেলের বিয়েতে রাজি ছিলেন না। তাঁর ধারণা ছিল অক্ষয় কুমার সমকামী।
advertisement
6/10
অন্যদিকে, বিয়ের জন্য অক্ষয়কে একটা শর্ত দিয়েছিলেন টুইঙ্কল। সুন্দরী বলেছিলেন, তাঁর আগামী ছবি 'মেলা' যদি ফ্লপ করে, তবেই তিনি অক্ষয় কুমারকে বিয়ে করবন।
advertisement
7/10
২০০০ সালে রিলিজ করে ‘মেলা’। এই ছবিতে আমির খান এবং ফয়জল খানের সঙ্গে অভিনয় করেছিলেন টুইঙ্কল।
advertisement
8/10
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘মেলা’ ছবিটি। টুইঙ্কলও তাঁর শর্ত মেনে অক্ষয়কে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। অবশেষে টুইঙ্কলের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান অভিনেতা।
advertisement
9/10
প্রথমে অক্ষয় এবং টুইঙ্কলকে বিয়ের অনুমতি দেননি ডিম্পল। তিনি দু’জনকে এক বছর লিভ-ইন করার পরামর্শ দিয়েছিলেন। একবছর বাদেও সম্পর্ক ঠিক থাকলে তাঁরা বিয়ে করতে পারেন বলে জানান ডিম্পল।
advertisement
10/10
মায়ের কথা অমান্য করেননি টুইঙ্কল। এক বছর অক্ষয়ের সঙ্গে লিভ-ইন করেন। তার পর ২০০১ সালে বিয়ে করেন টুইঙ্কল আর অক্ষয়
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dimple Kapadia-Akshay Kumar:যখন 'জামাই' অক্ষয় কুমারের সঙ্গে 'খোলামেলা স্নানের দৃশ্যে' অভিনয়ের কথা ছিল ডিম্পল কাপাডিয়ার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল