Celebrity Deaths in 2021: দিলীপ কুমার থেকে সিদ্ধার্থ শুক্লা, ২০২১ কেড়ে নিল যে প্রিয় সেলেবদের!
- Published by:Raima Chakraborty
Last Updated:
এক ঝলকে দেখে নিন, ২০২১ সালে কাদের হারালাম আমরা... (Celebrity Deaths in 2021)
advertisement
1/12

বছর প্রায় শেষ। আর কয়েকটা দিন পরেই একটা নতুন বছর। সব কিছুর নতুন শুরু। এ বছরে আমরা বহু প্রিয় সেলিব্রিটিকে হারিয়েছি (Celebrity Deaths in 2021)। সেই তালিকায় রয়েছেন বলিউড থেকে দক্ষিণের তারকা। রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাও (Celebrity Deaths in 2021)। এক ঝলকে দেখে নিন, ২০২১ সালে কাদের হারালাম আমরা... (Celebrity Deaths in 2021)
advertisement
2/12
৭ জুলাই, ৯৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের অন্যতম তারকা অভিনেতা দিলীপ কুমার। একাধিক বার্ধক্যজনতি রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
advertisement
3/12
গত ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর।
advertisement
4/12
গত ১৬ জুলাই ৭৬ বছর বয়সে প্রয়াত হন সুরেখা সিক্রি। হার্ট অ্যাটাকের পাশাপাশি দু'বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।
advertisement
5/12
গত ২৯ অক্টোবর হার্ট অ্যাটাকে মারা যান পুনীত রাজকুমার। বয়স হয়েছিল মাত্র ৪৬।
advertisement
6/12
গত ৯ ফেব্রুয়ারি ৫৮ বছর বয়সে প্রয়াত হন রাজীব কাপুর। হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর।
advertisement
7/12
তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকে নাট্টু কাকার চরিত্রে জনপ্রিয় অভিনেতা ঘনশ্যাম নায়েক প্রয়াত হন গত ৩ অক্টোবর। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল ক্যান্সার আক্রান্ত অভিনেতার।
advertisement
8/12
গত ৩০ জুন মাত্র ৫০ বছর বয়সে প্রয়াত হন রাজ কৌশল। হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
advertisement
9/12
করোনা আক্রান্ত হয়ে মারা যান শ্রাবণ কুমার। বয়স হয়েছিল ৬৭।
advertisement
10/12
হার্ট অ্যাটাকে প্রয়াত হন অভিনেতা অমিত মিস্ত্রি। গত ২৩ এপ্রিল মারা যান তিনি।
advertisement
11/12
গত ৮ অগস্ট প্রয়াত হন অনুপম শ্যাম। কিডনি বিকল হয়েছিল তাঁর। বয়স ছিল ৬৩।
advertisement
12/12
গত ১ মে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন বিক্রমজিত কনওয়ারপাল। মাত্র ৫২ বছর বয়সে মারা যান তিনি।