Didi No. 1: তোলপাড় করা খবর! রাতারাতি দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকার মুখবদল! আর নয় রচনা, কে নিলেন তাঁর জায়গা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দীর্ঘ সময় ধরে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ দিদি নম্বর ওয়ান এখন তিনিই ৷
advertisement
1/7

রচনা বন্দ্যোপাধ্যায়। টলিউড থেকে বলিউড, যাঁর অভিনয়ের বিস্তৃতি কোনও ভৌগলিক সীমায় আটকে থাকেনি। এই দুই ইন্ডাস্ট্রির পাশাপাশি একাধিক আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছিলেন তিনি।
advertisement
2/7
এর পর সময় গড়িয়েছে। নিজেদের পেশাগত জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছেন রচনা।
advertisement
3/7
মূলত ছেলেকে বড় করে তোলার জন্যই এক সময়ে রুপোলি পর্দা থেকে সরে দাঁড়াতে হয়েছে রচনাকে ৷ ছবি সৌজন্যে ইনস্টগ্রাম ৷
advertisement
4/7
সব থেকে বড় বিষয় হল কঠোর পরিশ্রম, দায়িত্ব পালন, ইত্যাদির মাঝেও প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই রচনা ত্বক, ফিগার যেন বারেবারে অল্প বয়সীদের চ্যালেঞ্জ করে ৷ ছবি সৌজন্যে ইনস্টগ্রাম ৷
advertisement
5/7
এখন দিদি নম্বর ওয়ান বলতেই মনে আসে রচনার কথাই। কিন্তু আচমকাই বিনোদন দুনিয়া তোলপাড় আরেকটা খবরে। শোনা যাচ্ছে, সেই রচনাই নাকি আর সঞ্চালনা করবেন না। এর আগে পুষ্পিতা চট্টোপাধ্যায় বা দেবশ্রী রায়ের মতো অভিনেত্রীরা সঞ্চালনা করেছেন। তবে তা সাময়িক। তাহলে এবার কে?
advertisement
6/7
ভয় পাবেন না। দিদি নম্বর ১ -এর সঞ্চালিকা হিসেবে রচনাই বন্দ্যোপাধ্যায় থাকবেন। জি বাংলার তরফে দিদি নম্বর ১ -এর একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মজা করে রচনার জায়গা নিয়েছেন প্রীতি।
advertisement
7/7
রচনা যেভাবে বাজার প্রেস করার জন্য 'এবার বলো' বলেন সেটাই করে দেখালেন প্রীতি। আর প্রতিযোগীর আসনে তখন ছিলেন রচনা স্বয়ং।