স্মৃতিশক্তি উধাও! জীবনের ছয় মাস হারিয়ে ফেলেছিলেন দিশা পাটানি
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Disha Patani : সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ভারত’-এ দেখা গিয়েছে দিশাকে ৷ তবে আপনি কি জানেন এই সিনেমার শুটিংয়ের সময় স্মৃতি হারিয়ে ফেলেছিলেন তিনি?
advertisement
1/4

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবি দিয়ে বলিউডে জার্নি শুরু করেছিলেন দিশা পটানি ৷ তিনি সম্পর্কে রয়েছেন বলিউড নায়ক টাইগার শ্রফের সঙ্গে৷ সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ভারত’-এ দেখা গিয়েছে দিশাকে ৷ তবে আপনি কি জানেন এই সিনেমার শুটিংয়ের সময় স্মৃতি হারিয়ে ফেলেছিলেন তিনি?
advertisement
2/4
২০১৯-এ একবার মাথায় মারাত্মক আঘাত লাগে অভিনেত্রীর। ফলে ছয় মাসের জন্য স্মৃতি চলে যায় তাঁর। এক সাক্ষাৎকারে দিশা জানান, একটি ছবির শুটিং চলাকালীন মাথায় চোট পান তিনি। যার ফলে তাঁর জীবন থেকে মুছে গিয়েছে সেই ছ'মাসের স্মৃতি। স্মৃতি মুছে গেলেও সেই অভিজ্ঞতা মনে রয়েছে অভিনেত্রীর।
advertisement
3/4
'এক ভিলেন রিটার্নস' ছবি চরম ব্যর্থ হয়। দিশার পরবর্তী ছবি সিদ্ধার্থ মলহোত্র-র সঙ্গে, ‘যোদ্ধা’।
advertisement
4/4
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নিজের ফিগারের জাদুতে মুগ্ধ করেছেন অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি তাঁর ফটোশ্যুট ও ম্যাগাজিনের কভার ছবি দেখে কুপোকাত ভক্তরা। সেখানে ব্রালেট ও লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল নায়িকা।