Dia Mirza: ফুলের সঙ্গে ছেলের পরিচয় ! ছেলে অভয়্যানকে গাছের সঙ্গে আলাপ করালেন দিয়া মির্জা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Dia Mirza: ছোট্ট ছেলেকে কোলে নিয়ে বাগানে হারালেন দিয়া মির্জা !
advertisement
1/5

দিয়া মির্জা। বলিউডের অন্যতম অভিনেত্রী তিনি। কয়েক মাস আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দিয়া মির্জা। অভয়্যান আজাদ। ছোট্ট ছেলেকে নিয়ে বাগানে বেড়াতে বেরলেন দিয়া। photo source Instagram
advertisement
2/5
এই ছবি তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। শেয়ার করে লিখেছেন, "এমনিই পোস্ট করলাম নতুন কিছু নয়। তবে এটাই সব।" photo source Instagram
advertisement
3/5
ছেলের সঙ্গে দিয়ার ছবি দেখে সকলেই প্রশংসা করেছেন। প্রসঙ্গত দিয়া নিজে জঙ্গল খুব ভালবাসেন। প্রচুর কাজ করেন তিনি ওয়াল্ড লাইফের জন্য। ছেলেকেও ছোট থেকেই জঙ্গল প্রেমী করে তুলতে চান দিয়া। photo source Instagram
advertisement
4/5
২০২১ এর মে মাসে ছেলে হয় দিয়া ও তাঁর স্বামী বৈভব রেখির। সি সেকশন পদ্ধতিতে সময়ের কিছুটা আগেই কোলে আসে ছেলে। photo source Instagram
advertisement
5/5
যদিও বৈভবের আগের পক্ষের মেয়ে সামাইয়ার সঙ্গেও ভাল সম্পর্ক দিয়ার। মেয়ে ও ছেলেকে নিয়ে নতুন সংসারে মেতে দিয়া মির্জা। photo source Instagram