নিজের থেকে ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করছেন রণবীর সিং! ‘ধুরন্ধর’-এর নায়িকার আসল পরিচয় জানেন কি?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কিন্তু কে সেই অভিনেত্রী? আসলে এই ছবিতে রণবীরকে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে বছর কুড়ির অভিনেত্রী সারা অর্জুনকে। আগে অবশ্য শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন।
advertisement
1/6

সম্প্রতি প্রকাশ্যে এসে গিয়েছে ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুক। আর অ্যাকশন-গোয়েন্দা ঘরানার এই ছবিতে রণবীর সিংকে এক অন্যরকম অবতারে দেখা গিয়েছে। যা দেখে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমনকী উচ্ছ্বসিত অভিনেতার ভক্তরা। তবে সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়েছে, সেটা হল - রণবীরের সঙ্গে কুড়ি বছরের ছোট এক নায়িকার জুটি। যা দর্শকদের কাছে বেশ অপ্রত্যাশিত! কিন্তু কে সেই অভিনেত্রী? আসলে এই ছবিতে রণবীরকে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে বছর কুড়ির অভিনেত্রী সারা অর্জুনকে। আগে অবশ্য শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। তবে এবার ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে প্রথমবারের জন্য নায়িকা হিসেবে পর্দায় পা রাখতে চলেছেন তিনি।
advertisement
2/6
এই ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর। আর চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর’। আর ফার্স্ট লুকেই দেখে এটা বোঝা গিয়েছে যে, এই ছবিতে মারকাটারি অ্যাকশনের সঙ্গে যেন এক খাঁটি অনুভূতির মিশেল ঘটানো হয়েছে।
advertisement
3/6
অন্যদিকে কাস্টিংয়ের চমক হিসেবে থাকছেন সারা অর্জুন। ২০২২ সালের ‘পন্নিয়িন সেলভান’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল সারাকে। সারার অবশ্য অন্য একটি পরিচয়ও রয়েছে। তিনি অভিনেতা রাজ অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭) এবং ‘থালাইভি’ (২০২১)-এর মতো একাধিক ছবিতে তাৎপর্যপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রাজ অর্জুনকে।
advertisement
4/6
এদিকে আবার মাত্র পাঁচ বছর বয়সে ১০০টিরও বেশি বিজ্ঞাপন দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সারা। এরপর তামিল হিট ছবি ‘দৈবা থিরুমাগল’ (২০১১) ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন তিনি। একের পর এক হিন্দি, মালয়ালম এবং তেলুগু সিনেমা করেছেন। সারা অর্জুনের সমস্ত কাজের দায়িত্ব অবশ্য সামলান তাঁর মা সানিয়া অর্জুন। শোনা যায়, ২০২১ সালে নবাগতা এই অভিনেত্রী আয় করেছিলেন ১০ কোটি টাকা।
advertisement
5/6
ফলে তিনিই হয়ে উঠেছিলেন ভারতের সবথেকে সফল শিশু শিল্পীদের মধ্যে অন্যতম। এখন কুড়ি বছর বয়সে বলিউডের স্টারডম উপভোগ করার জন্য একেবারে প্রস্তুত তিনি। এদিকে ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং এবং সারা অর্জুনের রসায়ণকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। মূলত এর কারণ হল তাঁদের বয়সের ব্যবধান।
advertisement
6/6
তবে সারা অর্জুনের জন্য ধুরন্ধর কি আদৌ সৌভাগ্য বয়ে আনবে, সেটা দেখতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। শুধু তা-ই নয়, বলিউডে শিশু শিল্পীদের অভিনয়ের যাত্রাপথকে তরুণী এবং বহুমুখী প্রতিভার অধিকারিণী এই অভিনেত্রী পুনরায় সংজ্ঞায়িত করতে পারেন কি না, এখন সেটাই দেখার! তবে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ডিসেম্বর মাসে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই কাউন্টডাউন।