Dharmendra Passes Away: এক যুগের অবসান... প্রয়াত ধর্মেন্দ্র! এক নজরে তাঁর অদেখা কিছু ছবি
- Published by:Rachana Majumder
Last Updated:
কিন্তু প্রথম ছবিতে দর্শকদের হৃদয় জয় তো দূর অস্ত্, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল৷ কেউ খেয়ালই করল না নবাগতকে৷ প্রথম ছবি না চলুক, পঞ্জাবের পুত্তরের স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হল না৷ বেশি অপেক্ষা না করে প্রথম সাফল্য এল পরের বছরই, ‘শোলা অউর শবনম’ ছবিতে৷ এর পর বছর তিনেকের মধ্যে নামের পাশে একে একে বসেছে ‘অনপড়’ এবং বিমল রায়ের ‘বন্দিনী’৷
advertisement
1/6

৮৯ বছরে প্রয়াত বলিউডের হি-ম্যান। চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা।
advertisement
2/6
খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে।
advertisement
3/6
পঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামে ভূমিষ্ঠ হওয়া ধর্মেন্দ্র ছোট থেকেই ছিলেন হিন্দি সিনেমার পোকা৷ দিলীপকুমার অভিনয়ের অনুরাগী ছিলেন। তাঁকে দেখেই অভিনয়ের ইচ্ছে চেপে বসে মনে।
advertisement
4/6
প্রথম অভিনয় করলেন ১৯৬০ সালে, অর্জুন হিঙ্গোরানির ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবিতে৷
advertisement
5/6
কিন্তু প্রথম ছবিতে দর্শকদের হৃদয় জয় তো দূর অস্ত্, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল৷ কেউ খেয়ালই করল না নবাগতকে৷ প্রথম ছবি না চলুক, পঞ্জাবের পুত্তরের স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হল না৷ বেশি অপেক্ষা না করে প্রথম সাফল্য এল পরের বছরই, ‘শোলা অউর শবনম’ ছবিতে৷ এর পর বছর তিনেকের মধ্যে নামের পাশে একে একে বসেছে ‘অনপড়’ এবং বিমল রায়ের ‘বন্দিনী’৷
advertisement
6/6
তাঁর শেষ ছবি ইক্কিস মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই জীবনীভিত্তিক যুদ্ধ-নাটকে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং জয়দীপ আহলাওয়াত।