Dharmendra: অসুস্থ ৮৭-র ধর্মেন্দ্র! বাবাকে নিয়ে তড়িঘড়ি বিদেশে সানি, কী হল বর্ষীয়ান অভিনেতার
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Dharmendra: 'গদর ২'-র সাফল্যে ভাসছেন সানি দেওল। বক্স অফিসে কোটি কোটির ব্যবসা করেছে ছবিটি। উচ্ছ্বসিত দেওল পরিবারও। কিন্তু এই খুশির মাঝেও দুশ্চিন্তার ছায়া।
advertisement
1/5

'গদর ২'-র সাফল্যে ভাসছেন সানি দেওল। বক্স অফিসে কোটি কোটির ব্যবসা করেছে ছবিটি। উচ্ছ্বসিত দেওল পরিবারও। কিন্তু এই খুশির মাঝেও দুশ্চিন্তার ছায়া।
advertisement
2/5
অসুস্থ ধর্মেন্দ্র। জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যা দেখা দিয়েছে ৮৭ বছর বয়সি অভিনেতার। বর্ষীয়ান অভিনেতার চিকিৎসার জন্য তাঁকে আমেরিকায় নিয়ে গিয়েছেন সানি।
advertisement
3/5
দেওল পরিবারের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ধর্মেন্দ্রকে নিয়ে ১৫-২০ দিন আমেরিকায় থাকবেন সানি। তবে চিন্তার কিছু নেই।
advertisement
4/5
'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে নজর কেড়েছেন ধর্মেন্দ্র। বহু দিন পর এই ছবির হাত ধরেই ফের পর্দায় ফেরেন অভিনেতা।
advertisement
5/5
ধর্মেন্দ্রর অসুস্থতার খবর নিয়ে চিন্তিত অনুরাগীরা। আপাতত ছেলের সঙ্গে কয়েক দিন বিদেশেই থাকবেন অভিনেতা।