TRENDING:

২ স্ত্রী, ৩ পুত্রবধূ, ৬ সন্তান, ১৩ নাতি-নাতনি নিয়ে ধর্মেন্দ্রর সুখী পরিবার, অনেকেই পর্দার আড়ালে থেকে গিয়েছেন, পরিচয় করে নেওয়া যাক সবার সঙ্গে

Last Updated:
Dharmendra Family: তিনি যে পরিবার থেকে এসেছিলেন এবং যে পরিবার এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত সব কিছুতেই ছড়িয়ে রয়েছে, তার সদস্যদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।
advertisement
1/8
২ স্ত্রী, ৩ পুত্রবধূ, ৬ সন্তান, ১৩ নাতি-নাতনি নিয়ে ধর্মেন্দ্রর সুখী পরিবার, পরিচয় করে নিন
শুরুটা হয়েছিল ১৯৬০ সালে। প্রথম ছবি ছিল ‘দিল ভি তেরা হাম ভি তেরে’। সেই কেরিয়ার এখনও সক্রিয়। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘ইককিস’। ৬৫ বছর ধরে দেশের সবচেয়ে জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কোনও মামুলি ব্যাপার নয়। তবে ঠিক সেই জন্যই ধর্মেন্দ্রকে সুপারস্টার তকমা দিতেই হয়, হিন্দি সিনেমায় দীর্ঘ কেরিয়ার তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তিনি। তিনি তাঁর কেরিয়ারে ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন।
advertisement
2/8
তবে আপাতত এই সুপারস্টারের কেরিয়ার নিয়ে কোনও কথা নয়, বরং তাঁর পরিবার নিয়ে কথা বলা যাক। তিনি যে পরিবার থেকে এসেছিলেন এবং যে পরিবার এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত সব কিছুতেই ছড়িয়ে রয়েছে, তার সদস্যদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। সবার প্রথমে আসা যাক ধর্মেন্দ্রর ভাই অজিত সিং দেওলের কথা। ধর্মেন্দ্রের মতো তিনিও চলচ্চিত্রে সফল হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেরকম খ্যাতি এবং ভাগ্য অর্জন করতে পারেননি। তিনি প্রতিজ্ঞা, মেহেরবানি, বীরতা এবং পুট জাট দা-র মতো ছবিতে কাজ করেছেন। অজিত সিংয়ের ছেলে অভয় দেওল অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। ধর্মেন্দ্রের এক খুড়তুতো ভাই বীরেন্দ্র সিং দেওলের কথাও না বললেই নয়, বলিউডে না হলেও তিনি পঞ্জাবি সিনেমায় যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন।
advertisement
3/8
ধর্মেন্দ্রর জন্ম ৮ ডিসেম্বর, ১৯৩৫ সালে পঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে। তাঁর পিতৃদত্ত নাম ধরম সিং দেওল। তিনি জাট শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কেবল কিষণ সিং দেওল ছিলেন একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং মা সতবন্ত কৌরের ধর্মপ্রাণা রূপে পরিবারে অটল খ্যাতি। এবার আসা যাক ধর্মেন্দ্রর বিবাহিত জীবনের দিকে। ১৯ বছর বয়সে তিনি প্রকাশ কৌরকে বিয়ে করেন। এই তাঁর প্রথম বিয়ে। সেই সময় তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেননি, ছিলেন অভিনয় জগত থেকে অনেকটাই দূরে। ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌরের চার সন্তান: দুই ছেলে এবং দুই মেয়ে- সানি দেওল, ববি দেওল, বিজেতা এবং অজিতা।
advertisement
4/8
সানি দেওলের দুই ছেলে- করণ এবং রাজবীর। ববি দেওলেরও দুই ছেলে। ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌরের দুই মেয়ে বিজেতা এবং অজিতা সবসময় লাইমলাইট থেকে দূরে থাকেন। বিজেতার এক ছেলে এবং এক মেয়ে আছে। আর অজিতার দুই মেয়ে! ধর্মেন্দ্রর পুত্রবধূদের কথা বলতে গেলে সানি দেওল পূজা দেওলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাঁর আসল নাম লিন্ডা দেওল। তিনি একজন অ্যাংলো-ইন্ডিয়ান। ববি দেওল ১৯৯৬ সালে তানিয়া আহুজাকে বিয়ে করেন, যিনি একজন ব্যবসায়ী ছিলেন। তাঁদের দুই ছেলে, আর্যমান এবং ধরম। ধর্মেন্দ্রর নাতি করণ দেওলের (সানি দেওলের ছেলে) বিয়ে হয়ে গিয়েছে। ২০২৩ সালে তিনি তাঁর বান্ধবী দিশা আচার্যকে বিয়ে করেন।
advertisement
5/8
ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌরের মেয়েদের পরিবারের কথা এবার বলা যাক! অজিতা বা বিজেতা কেউই ক্যামেরার সামনে কোনও দিন আসেননি। অজিতা পেশায় একজন শিক্ষিকা। তাঁর স্বামী কিরণ চৌধুরি একজন ভারতীয়-আমেরিকান দন্তচিকিৎসক। পরিবারটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকে। তাঁদের দুই মেয়ে- নিকিতা এবং প্রিয়াঙ্কা। বিজেতার বিয়ে বিবেক গিলের সঙ্গে হয়েছে। তাঁদের এক ছেলে সাহিল এবং এক মেয়ে প্রেরণা রয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিজেতা দিল্লিতে থাকেন, লাইমলাইট থেকে দূরে থাকেন।
advertisement
6/8
ধর্মেন্দ্রর দ্বিতীয় বিবাহের দিকে ফিরে আসা যাক। ধর্মেন্দ্র এবং হেমা তাঁদের নানা ছবির শ্যুটিংয়ের সময় প্রেমে পড়েন। ধর্মেন্দ্র ইতিমধ্যেই বিবাহিত এবং চার সন্তানের বাবা ছিলেন। তবে, ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে অস্বীকৃতি জানান। বলা হয় যে তাঁর দ্বিতীয় বিবাহের জন্য ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ। তবে ২০০৪ সালে তিনি এই ধরনের প্রতিবেদনকে গুজব বলে উড়িয়ে দেন।
advertisement
7/8
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর দুই কন্যা- এষা দেওল এবং অহনা দেওল। ধর্মেন্দ্র প্রকাশ কৌরের কন্যাদের চলচ্চিত্রে প্রবেশ করতে দেননি, কিন্তু হেমা তাঁর নিজের কন্যাদের ক্যামেরার সামনে নিয়ে এসেছিলেন। এষা আর অহনাও মায়ের মতো প্রখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী, মায়ের সঙ্গে নানা মঞ্চানুষ্ঠান করেন, তবে কেউই তাঁদের বাবা-মায়ের মতো সিনেমার জগতে সাফল্য অর্জন করতে পারেননি।
advertisement
8/8
এষা দেওল ভরত তখতানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের দুটি কন্যা রয়েছে। অহনার স্বামীর নাম বৈভব বোহরা। তাঁদের তিনটি সন্তান রয়েছে: দুটি যমজ কন্যা এবং একটি পুত্র। সব মিলিয়ে ধর্মেন্দ্রের মোট ১৩ জন নাতি-নাতনি রয়েছে, বৃহত্তর এই পরিবারের সুখে কোনও আঁচ নায়ক কখনই পড়তে দেন না।
বাংলা খবর/ছবি/বিনোদন/
২ স্ত্রী, ৩ পুত্রবধূ, ৬ সন্তান, ১৩ নাতি-নাতনি নিয়ে ধর্মেন্দ্রর সুখী পরিবার, অনেকেই পর্দার আড়ালে থেকে গিয়েছেন, পরিচয় করে নেওয়া যাক সবার সঙ্গে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল