TRENDING:

Devoleena Bhattacharjee: ইদে প্রথমবার বউ হিসেবে রান্না করব স্বামী ও শ্বশুরবাড়ির জন্য! আপ্লুত দেবলীনা

Last Updated:
Devoleena Bhattacharjee: দেবলীনার কথায় জানা গেল, বিয়ের আগে যখন তাঁরা কেবল বন্ধু ছিলেন, শানওয়াজের সঙ্গে একাধিক ইদ পালন করেছেন তিনি। শানওয়াজকে সাহায্য করেছেন। এবার তিনি স্ত্রী হিসেবে ইদে অংশ নিচ্ছেন।
advertisement
1/5
ইদে প্রথমবার বউ হিসেবে রান্না করব স্বামী ও শ্বশুরবাড়ির জন্য! আপ্লুত দেবলীনা
গত চার বছর ধরে ইদ পরিকল্পনা করে এসেছেন মুম্বইয়ের বাঙালিনী দেবলীনা ভট্টাচার্য। তখন শানওয়াজ শেখ তাঁর বন্ধু ছিলেন। এখন সেই দুই বন্ধু স্বামী-স্ত্রী। বিয়ের পর প্রথম বার স্বামীর জন্য ইদ পালন করছেন দেবলীনা। সে কথা নিজেই ঘোষণা করলেন আপ্লুত নববধূ।
advertisement
2/5
গত বছর ডিসেম্বর মাসে জিম প্রশিক্ষক শানওয়াজকে বিয়ে করেছেন বাঙালি অভিনেত্রী। দেবলীনার কথায়, ‘‘বিয়ের পর আমাদের প্রথম ইদ। খুবই সুন্দর অনুভূতি এটি। এরকম নয় যে বিয়ের আগে এই উৎসবগুলিতে অংশ নিইনি।’’
advertisement
3/5
‘‘একাধিক ইফতার পার্টিতে যোগ দিয়েছি আমি। অনেক কিছু জানতে পেরেছি এই উৎসবগুলি সম্পর্কে। মুম্বইয়ের মানুষের এই গুণ আমার খুব পছন্দের। গণপতি পুজো হোক বা ইদ, সকলের মধ্যে একইরকম উত্তেজনা দেখতে পাওয়া যায়।’’
advertisement
4/5
দেবলীনার কথায় জানা গেল, বিয়ের আগে যখন তাঁরা কেবল বন্ধু ছিলেন, শানওয়াজের সঙ্গে একাধিক ইদ পালন করেছেন তিনি। শানওয়াজকে সাহায্য করেছেন। এবার তিনি স্ত্রী হিসেবে ইদে অংশ নিচ্ছেন।
advertisement
5/5
শুধু তা-ই নয়, ইদে রান্নাবান্না করেছেন। গোটা পরিবারের জন্য। স্বামীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেভাবেই রান্না করছেন তিনি। শাশুড়ির কাছ থেকে একটি পোশাকও উপহার পেয়েছেন দেবলীনা। শানওয়াজও তাঁর স্ত্রীর পছন্দের উপহার দিয়েছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Devoleena Bhattacharjee: ইদে প্রথমবার বউ হিসেবে রান্না করব স্বামী ও শ্বশুরবাড়ির জন্য! আপ্লুত দেবলীনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল