Devi Chowdhurani: Bandit Queen of Bengal: চাঁদিফাটা গরমে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে নাজেহাল 'দেবী চৌধুরানী' তারকারা! শ্যুটিং শেষের পার্টিতে বুম্বাদা-শ্রাবন্তী-বিবৃতি-দর্শনা
- Published by:Teesta Barman
- Reported by:Manash Basak
Last Updated:
Devi Chowdhurani: ভবানী পাঠকের চরিত্রে অভিনয় প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘‘অনেকদিন অ্যাকশন মুভি করার ইচ্ছে ছিল। আজ সেটা সফল হল। এই গরমে এরকম স্কেলে অ্যাকশন করা খুব টাফ। কিন্তু ভালবেসে করা কাজে কোনওদিন ক্লান্তি আসে না।’’
advertisement
1/8

সদ্য শেষ হল শুভ্রজিৎ মিত্রের পরিচালিত সিনেমা ‘দেবী চৌধুরানী: Bandit Queen of Bengal’-এর শুটিং। Wrap Party-তে মাতলেন টলিউডের তাবড় তারকারা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস এবার বড়পর্দায় আনতে চলেছে পরিচালক শুভ্রজিৎ।
advertisement
2/8
ছবিতে নামভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী ছাড়াও, এই ছবির অন্যতম মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।
advertisement
3/8
অর্জুন চক্রবর্তী অভিনয় করেছেন রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায় নিশির চরিত্রে পা গলাবেন। দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে। কিঞ্জল নন্দকে এবার ব্রজেশ্বরের ভূমিকায়।
advertisement
4/8
অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্তের হাউজের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ‘দেবী চৌধুরানী’। এই চরিত্রের জন্য শ্রাবন্তী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অসিচালনা থেকে শুরু করে ঘোড়ায় চড়া, সবরকম প্রশিক্ষণই নিয়েছেন তিনি।
advertisement
5/8
যেহেতু ‘দেবী চৌধুরানী’ তুলে ধরতে চেয়েছে একটি বিশেষ সময়কালকে, সেই কারণে পোশাক থেকে শুরু করে হাঁটাচলা, কথা বলা বিভিন্ন বিষয়কেই মাথায় রাখতে হয়েছে। কলকাতা, পুরুলিয়া, ঝাড়খণ্ড ও বোলপুরের বিভিন্ন অংশে হয়েছে ছবির শ্যুটিং।
advertisement
6/8
ভবানী পাঠকের চরিত্রে অভিনয় প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘‘অনেকদিন অ্যাকশন মুভি করার ইচ্ছে ছিল। আজ সেটা সফল হল। এই গরমে এরকম স্কেলে অ্যাকশন করা খুব টাফ। কিন্তু ভালবেসে করা কাজে কোনওদিন ক্লান্তি আসে না।’’
advertisement
7/8
এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে ‘দেবী চৌধুরানী’। এই প্রসঙ্গে নির্মাতা অনিরুদ্ধ এবং অপর্ণা বললেন, ‘‘এটা আমাদের শিকড়ের গল্প। এটা আমাদের প্রথম প্রযোজনা যার একটা জাতীয় স্তরের আবেদন আছে। আমরা খুব আশাবাদী যে ছবিটি মানুষের পছন্দ হবে।’’
advertisement
8/8
শুভ্রজিৎ চিরকালই বলে এসেছেন এই ছবি তাঁর স্বপ্নের। আর তাই আজ যথেষ্ট যত্ন নিয়েই ছবিটি তৈরি করছেন তিনি।