Dev-Subhashree: প্রেম ভেঙেছে সেই কবে! দেব-শুভশ্রীর আগুন ধরানো রসায়ন আজও তাজা, রইল প্রমাণ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Dev-Subhashree: মনে করা হত, পর্দায় তাঁরা একসঙ্গে এলেই বক্স অফিসে লক্ষ্মীলাভ নিশ্চিত। যাবতীয় হিসেবনিকেশও সেই ভাবনায় শিলমোহর দেয়। দেব শুভশ্রীর জুটি ভেঙেছে বহু আগেই। অনুরাগীদের জন্য রয়ে গিয়েছে তাঁদের পুরনো ছবি, গান।
advertisement
1/6

দীর্ঘ দিন একসঙ্গে ছবি করেননি। কিন্তু জুটি হিসেবে তাঁদের আজও মনে রেখেছে দর্শক। মনে করা হত, পর্দায় তাঁরা একসঙ্গে এলেই বক্স অফিসে লক্ষ্মীলাভ নিশ্চিত। যাবতীয় হিসেবনিকেশও সেই ভাবনায় শিলমোহর দেয়। দেব শুভশ্রীর জুটি ভেঙেছে বহু আগেই। অনুরাগীদের জন্য রয়ে গিয়েছে তাঁদের পুরনো ছবি, গান।
advertisement
2/6
প্রেম ভেঙেছে অনেক আগেই। নেটমাধ্যমে চলতে থাকে দেব-শুভশ্রী জুটির স্মৃতিচারণ। তাঁদের নানা হিট গানের ঝলক উস্কে দেয় নস্টালজিয়া। মনে পড়ে যায় স্কুল বা কলেজের বেপরোয়া দিন, অতীতে ফেলে আসা প্রেমের কথা। দেখে নেওয়া যাক সেই হিট জুটি উপর দৃশ্যায়িত জনপ্রিয় কিছু গান।
advertisement
3/6
বন্ধুরা এলোমেলো 'চ্যালেঞ্জ' ছবির এই গান জুড়ে রয়েছে কলেজ জীবনের নস্টালজিয়া, প্রিন্সেপ ঘাটের আড্ডা আর খুনসুটির স্মৃতি। দেব-শুভশ্রীর রসায়নও এই গানে নজর কেড়েছে।
advertisement
4/6
দেখেছি তোমাকে শ্রাবণে এক সময়ে প্রথম প্রেমের অ্যান্থেম ছিল এই গান। দেব এবং শুভশ্রীর পর্দার প্রেম যেন তখন দর্শকের রূপকথার গল্প।
advertisement
5/6
ঘুম ঘুম এই চোখে 'রোমিও' ছবির গানটি দেব-শুভশ্রীর রসায়নকে পর্দায় যেন আরও জোরালো করে তোলে। সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের গাওয়া এই গান আজও অনেকের প্লে লিস্টে রয়ে গিয়েছে।
advertisement
6/6
আমায় আদর কর 'খোকাবাবু'র এই গানে ঘনিষ্ঠ ভাবে পর্দায় ধরা দেব দেব-শুভশ্রী। তাঁদের রসায়নে বুঁদ হয়েছিলেন অনুরাগীরা।