Dev-Subhashree: রিলিজের ১০ মাস আগেই অ্যাডভান্স বুকিং! ‘দেশু ৭’ নিয়ে ভারতীয় সিনেমায় ইতিহাস গড়তে চলেছেন দেব-শুভশ্রী
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Dev-Subhashree: রিলিজের ১০ মাস আগেই শুরু অ্যাডভ্যান্স বুকিং। লাইভে এসে বড় ঘোষণা দেব-শুভশ্রীর.... ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরল ঘটনা।
advertisement
1/6

রিলিজের ১০ মাস আগেই শুরু অ্যাডভ্যান্স বুকিং। লাইভে এসে বড় ঘোষণা দেব-শুভশ্রীর.... ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরল ঘটনা।
advertisement
2/6
ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে তা আরো একবার সোমবার লাইভে এসে বুঝিয়ে দিলেন দেব- শুভশ্রী।
advertisement
3/6
এই প্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট এক মহাযজ্ঞে পরিণত হতে চলেছে।
advertisement
4/6
‘দেশু ৭’-এর ক্ষেত্রে বড়সড় স্ট্র্যাটেজি খাটিয়েছেন দুই প্রযোজক-অভিনেতা দেব ও শুভশ্রী। আসন্ন ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিইয়ে রাখলেও টলিপাড়ার সুপারস্টার জুটি।
advertisement
5/6
জানিয়ে দিলেন, রিলিজের ১০ মাস আগে থেকে অর্থাৎ সোমবার বেলা ৩টে থেকেই অগ্রিম বুকিং শুরু হচ্ছে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা বিরল উদাহরণ।
advertisement
6/6
২ হাজার টিকিট বুক মাই শোতে পাবেন। দেব জানালেন, 'যাঁরা আজ-কালের মধ্যে টিকিট কাটবেন, তাদের জন্য বিশেষ সারপ্রাইজ থাকবে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে।' ইন্ডাস্ট্রিতে দেবের কুড়ি বছরপূর্তিতে আপাতত ২০টি সিনেমাহলকেই বেছে নেওয়া হয়েছে এই ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের জন্য।