TRENDING:

র‌্যাম্প মাতালো ‘সোনাগাছি’, দেখুন ছবি

Last Updated:
advertisement
1/12
র‌্যাম্প মাতালো ‘সোনাগাছি’, দেখুন  ছবি
যে মেয়েদের বাড়ির উঠোনের মাটি দিয়ে তৈরি হয় মা দুর্গার প্রতিমা ৷ সমাজে তাঁরাই ব্রাত্য ৷ সমাজের মূল স্ত্রোত থেকে আজও শতযোজন দূরে ৷ ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
2/12
কলকাতার বুকে একরাশ যন্ত্রণা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ‘সোনাগাছি’৷ আর এই রেড লাইট এরিয়ার মহিলাদের দিকে ছুটে আসা অপমান, তাচ্ছিল্য ভরা চাহনি কী একটুও কমেছে ?ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
3/12
হয়তো না, অনেক স্বেচ্ছাসেবী সংস্থাই তাঁদের সমমর্যাদার ফেরানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছে ৷ তবুও ‘সোনাগাছি’যৌনকর্মীদের আত্মত্যাগের কথা আমরা কতজনই বা জানি? ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
4/12
তাঁদের আত্মত্যাগেরই কাহিনি যেন ধরা পড়ল ডিজাইনার সুজয় দাশগুপ্ত’র নতুন কালেকশন ৷ ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
5/12
দেরাদুন ফ্যাশন উইকে সম্প্রতি কলকাতার ডিজাইনার সুজয় শোকেস করলেন তাঁর ‘বারবনিতা’ কালেকশন। ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
6/12
সুতি, খাদি, মসলিন ও চান্দেরি-তে তাঁর এই কালেকশনটি এক কথায় অপূর্ব। ট্রাডিশনাল শাড়ি-ব্লাউজকে পাল্টে দিয়েছেন ফ্যাশনওয়্য়ারে। ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
7/12
দেরাদুন ফ্যাশন উইকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ডিজাইনাররা অংশ নিয়েছেন। বাংলার প্রতিনিধিত্ব করেছেন সুজয়। ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
8/12
এই বিশেষ থিমের জন্য অনেকটা রিসার্চ করতে হয়েছে সুজয়কে। বই ও ইন্টারনেট মারফত সোনাগাছির মহিলাদের পোশাক-আশাক, জীবনযাত্রা নিয়ে দীর্ঘ পড়াশোনা করতে হয়েছে তাঁকে। ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
9/12
সুজয়ের এই কালেকশনে রয়েছে পুরুষ পোশাকও। সুজয় বললেন, ‘‘সোনাগাছি’-তে বিভিন্ন স্টেটাসের, বিভিন্ন ধর্মের ও রুচির পুরুষেরা যান। তাই আমি পুরুষ পোশাকগুলিতে সেই ভেরিয়েশনটা রেখেছি।’’ ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
10/12
দেরাদুন ফ্যাশন উইকে শো-ডিরেক্টর ছিলেন অজেন্দ্র গৌতম, স্টাইলিংয়ে ছিলেন অতুল আনসাল, জাভেদ আনজুম ৷ ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
11/12
ফ্যাশন শো-এর আলোকচিত্রীর ভূমিকায় ছিলেন সোনু ভাট ৷ আর সুজয়ের সঙ্গে গোটা কর্মকাণ্ডে জড়িত ছিলেন রশিদ আখতার ৷ ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
advertisement
12/12
মডেল ও অন্যান্য কলাকুশনীদের সঙ্গে ডিজাইনার ৷ ছবি সৌজন্য: সুজয় দাশগুপ্ত ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
র‌্যাম্প মাতালো ‘সোনাগাছি’, দেখুন ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল