TRENDING:

Deepika-Ranveer Daughter Name: মেয়ের নামকরণে চমক! বিরাট অনুষ্কার মেয়ের নামের সঙ্গে মিলিয়ে নাম? সুপারস্টার দীপিক-রণবীরের সন্তানের নামের চর্চায় উত্তাল নেটদুনিয়া

Last Updated:
Bollywood Gossip: এবার মেয়ের নাম নিয়ে চলছে নানা চর্চা৷ অনেকের আলোচনায় উঠে আসছে যে বিরাট-অনুষ্কার মেয়ের নাম ভমিকার সঙ্গে নাম মিলিয়ে রাখতে পারেন দীপবীর৷
advertisement
1/8
ভামিকার নামের সঙ্গে মিলিয়ে নাম? দীপবীরের সন্তানের নামের চর্চায় উত্তাল নেটজগৎ
মা হয়েছেন দীপিকা পাড়ুকোণ। রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। দুই থেকে তিন হলেন দীপিকা-রণবীর। খুশির হাওয়া তাঁদের পরিবারে৷ এবার অবশ্যই মেয়ের নামকরণে চমক, যা নিয়ে চর্চায় নেটদুনিয়া৷
advertisement
2/8
মা-বাবা দু’জনেই বলিউডের সুপারস্টার৷ বিশ্বজোড়া তাঁদের খ্যাতি৷ ফলে তাঁদের সন্তান যে সোনায় মোড়া কপাল নিয়ে জন্মেছে, সে তো বলাই বাহুল্য৷ এখনও মেয়ে ছবি সামনে আনেননি দীপবীর৷ আপাতত মেয়েকে নিয়ে সময় কাটাবেন বাবা-মা৷ বিশেষ করে দীপিকা তো এখন কাজ থেকে কিছুদিন বিরতি নিয়েছেন বলেই জানা গিয়েছে৷
advertisement
3/8
কয়েক দিন আগে, এই দম্পতি তাঁদের গর্ভাবস্থার শুটিংয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সাদাকালো ছবিতে রণবীর ও দীপিকাকে অপূর্ব লাগছিল।
advertisement
4/8
এবার মেয়ের নাম নিয়ে চলছে নানা চর্চা৷ অনেকের আলোচনায় উঠে আসছে যে বিরাট-অনুষ্কার মেয়ের নাম ভমিকার সঙ্গে নাম মিলিয়ে রাখতে পারেন দীপবীর৷
advertisement
5/8
নেটিজেনরা বলিউডের এই পাওয়ার কাপলকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাঁদের মেয়ের জন্য একটি সুন্দর নামও প্রস্তাব করছেন। আসুন জেনে নিই সেই নামটি এবং এর অর্থ কী...
advertisement
6/8
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরের ভক্তরা 'আর' অক্ষর দিয়ে শুরু করে তাঁদের মেয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। এই নামটি হল রবিকা, যা দুটি নামের সমন্বয়ে তৈরি হয়েছে। এই নামটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মার মেয়ে ভামিকার মতো শোনাচ্ছে। 'K' অক্ষরটি দীপিকার কাছ থেকে নেওয়া হয়েছে এবং 'R' এবং 'V' অক্ষর নেওয়া হয়েছে রণবীরের কাছ থেকে। একজন ব্যবহারকারী দীপিকা ও রণবীরের নাম মিলিয়ে 'রাধিকা' নামটি সাজেস্ট করেছেন, অন্য কেউ 'রুহানি' সাজেস্ট করেছেন।
advertisement
7/8
রাধিকা, রবিকা ও রুহানি অর্থ কী? রাধিকা নামের অর্থ- কৃষ্ণের প্রিয়, যিনি আনন্দে পূর্ণ, যিনি ধনী, দেবী রাধা বা ভগবান কৃষ্ণের প্রিয়।
advertisement
8/8
রুহানি অর্থ আধ্যাত্মিক, পবিত্র এবং ঐশ্বরিক। রবিকার অর্থ- সুরতের মতো উজ্জ্বল, সূর্য রশ্মি
বাংলা খবর/ছবি/বিনোদন/
Deepika-Ranveer Daughter Name: মেয়ের নামকরণে চমক! বিরাট অনুষ্কার মেয়ের নামের সঙ্গে মিলিয়ে নাম? সুপারস্টার দীপিক-রণবীরের সন্তানের নামের চর্চায় উত্তাল নেটদুনিয়া
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল