Deepika Padukone : দীপিকা কি উরফি জাভেদকে নকল করছেন? কাটআউট পোশাকে ট্রোলড অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Deepika Padukone : কাটআউট পোশাকে খোলামেলা দীপিকা! উরফি জাভেদের সঙ্গে তুলনা করছে নেটিজেন
advertisement
1/7

বলিউডের ফ্যাশন ডিভা হলেন দীপিকা পাডুকোন। তিনি যা-ই পরেন, তাতেই নজর কাড়েন। দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু সেই দীপিকা নাকি নকল করছেন উরফি জাভেদকে? সম্প্রতি এই ভাবেই ট্রোলড হলেন অভিনেত্রী।
advertisement
2/7
আসন্ন ছবি গেহেরাইয়া-র প্রচারে মুম্বইয়ের তাজ হোটেলের ইভেন্টে উপস্থিত ছিলেন দীপিকা। এইদিন অভিনেত্রীকে কমলা রঙের একটি কাটআউট বডি হাগিং পোশাকে দেখা যায়।
advertisement
3/7
লন্ডনের ফ্যাশন ডিজাইনার ডেভিড কোমার ডিজাইন করা এই পোশাকে নজর কেড়েছিলেন দীপিকা। পোশাকটির দাম ৪৮,৩০০ টাকা।
advertisement
4/7
পোশাক যতই দামী হোক। এই পোশাকটিই নাকি উরফি জাভেদের কথা মনে করিয়ে দিয়েছে নেটিজেনকে। নেকলাইন ও পিঠের কাছে রয়েছে কাট আউট। যার ফলে দীপিকার ক্লিভলাইন স্পষ্ট বোঝা যাচ্ছে পোশাকে।
advertisement
5/7
সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদও প্রায় নানা রকমের কাট আউট পোশাকে আলোচনার কেন্দ্রে উঠে আসে। উরফির খোলামেলা পোশাকের সঙ্গে দীপিকার এই পোশাকের মিল পেয়েছেন অনেকেই।
advertisement
6/7
তাই কমেন্টে কেউ লিখেছেন, "দীপিকা কি উরফি জাভেদকে নকল করছেন?" কেউ আবার লিখছেন, "কাপড় কম পড়েছিল হয়তো।"
advertisement
7/7
প্রসঙ্গত, গেহেরাইয়া ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ ফেব্রুয়ারি।