Liver Cancer: লিভার ক্যানসার তো ছিলই, তার মধ্যেই দীপিকার শরীরে বাসা বেঁধেছে আরেক ভয়ানক রোগ! কী হবে এবার? স্বামীর কথা শুনে উদ্বিগ্ন ভক্তেরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দীপিকা জানিয়েছেন, “চিকিৎসক আগেই মাউথ আলসার নিয়ে সাবধান করেছিলেন। বেশি করে জল খেতে বলেছিলেন। সেটাই করব। আমি নিশ্চিত, সুস্থ হয়ে যাব।”
advertisement
1/8

লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কড়।অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু তার মধ্যেই ফের দুঃসংবাদ। নতুন অসুখে আক্রান্ত অভিনেত্রী। উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে।
advertisement
2/8
হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়েছিলেন তিনি। পরে ‘বিগ বস’ বিজয়ীও হন। তবে পর্দার জীবনের বাইরে, বাস্তব জীবনেও তিনি বেশ জনপ্রিয়।
advertisement
3/8
বহুবার বহু কারণে বিতর্কে এসেছেন তিনি। সেসব সামলেও নিয়েছেন দাপটের সঙ্গে। তাঁদের ছেলে রুহানের মাত্র ৩। এরই মাঝে তাঁদের পরিবারে এসেছে খারাপ খবর।
advertisement
4/8
ক্যানসার আক্রান্ত দীপিকা। তাঁর স্বামী এবং অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছিলেন, দীপিকার লিভারে টেনিস বলের মতো টিউমার পাওয়া গিয়েছে।
advertisement
5/8
পরে মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় ‘সসুরাল সিমর কা’-র অভিনেত্রী স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত। ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’।
advertisement
6/8
এতদিন পর্যন্ত সেইভাবে কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি দীপিকার। কিন্তু এর মধ্যেই ‘মাউথ আলসার’-এ আক্রান্ত হয়েছেন তিনি।
advertisement
7/8
অভিনেত্রীর পোস্টে সবাই সাহস রাখার পরামর্শ দিয়েছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। গৌরব খান্না, শ্রদ্ধা আর্যা, আরতি সিং, রাজীব আদাতিয়া সকলেই অভিনেত্রীর পোস্টে রিয়্যাক্ট করেছেন। টিভি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানও ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।
advertisement
8/8
এই মুহূর্তে দীপিকা জানিয়েছেন, “চিকিৎসক আগেই মাউথ আলসার নিয়ে সাবধান করেছিলেন। বেশি করে জল খেতে বলেছিলেন। সেটাই করব। আমি নিশ্চিত, সুস্থ হয়ে যাব।”