Deepak Tijori Life Story: ২০ বছর অন্যের স্ত্রীর সঙ্গে ঘর-সংসার দীপক তিজোরির, বলিউড অভিনেতার এই গল্প শুনলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Deepak Tijori Life Story: বলিউডের বিখ্যাত অভিনেতা দীপক তিজোরির জীবনের এই গল্প শুনলে চমকে যাবেন। ২০ বছর ধরে অন্যের স্ত্রীর সঙ্গে ঘর করেছেন তিনি, কেন?
advertisement
1/8

৬৩ বছর বয়সি বলিউড অভিনেতা দীপক তিজোরি খিলাড়ি, জো জিতা ওহি সিকান্দর-এর মতো ছবিতে অভিনয়গুণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। আসলে নিজের কেরিয়ারে নায়ক হিসেবে তেমন সাফল্য অর্জন করতে পারেননি, তবে পার্শ্বচরিত্রে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন তিনি। মূলত নায়কের প্রিয় বন্ধুর ভূমিকাতেই বেশিরভাগ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
2/8
আসলে ১৯৯০ সালের কালজয়ী ছবি ‘আশিকি’-র জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন দীপক। আর নব্বইয়ের দশকের প্রায় প্রত্যেক ছবিতে নায়কের সবথেকে কাছের বন্ধু হিসেবে ভাবা হত এই অভিনেতাকেই।
advertisement
3/8
এদিকে ২০০০ সাল নাগাদ বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছিলেন দীপক তিজোরি। এর মধ্যে অন্যতম হল ‘টম, ডিক অ্যান্ড হ্যারি’। যদিও কোনও ছবিই সেভাবে চলেনি। তবে কেরিয়ারের তুলনায় বেশি ব্যক্তিগত জীবনের উত্থান-পতনের জন্য চর্চার শিরোনামে থাকতেন অভিনেতা। স্ত্রী শিবানী তনেজার সঙ্গে ২০ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন দীপক। কিন্তু এরপর আচমকাই বুঝতে পারেন যে, শিবানী তাঁর আইনি স্ত্রী-ই নন।
advertisement
4/8
আসলে দীপক তিজোরি আর শিবানী তনেজার জন্য বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছিল। হামেশাই তাঁদের মধ্যে ঝামেলা হচ্ছিল। এই সময় দীপকের থেকে ডিভোর্স ফাইল করেছিলেন শিবানী। শুনানির সময় একটা বিষয় প্রকাশ্যে আসে যে, দীপকের সঙ্গে আইনি দাম্পত্য সম্পর্কে নেই শিবানী। এদিকে অন্য কারও সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল তাঁর।
advertisement
5/8
দীপকের আইনজীবী তদন্ত করে জানান যে, শিবানীর প্রথম বিয়েটা আইনি ভাবে বৈধ। কারণ তিনি নিজের প্রথম স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ নেননি। এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছিলেন দীপক নিজেই। কারণ ২০ বছর ধরে যাঁর সঙ্গে তিনি ছিলেন, এমনকী যাঁকে স্ত্রী বলে ভেবে এসেছেন, তিনি আদতে তাঁর স্ত্রী-ই নন।
advertisement
6/8
এদিকে দীপকের কাছে ঘর এমনকী কোনও আয়ের উৎসও ছিল না। এদিকে বিবাহবিচ্ছেদ আর স্ত্রীর ভরণপোষণের দাবির বোঝা তাঁর কাঁধে চেপেছিল। রিপোর্ট থেকে জানা গিয়েছিল, সেই সময় বাড়িতে একটাই মাত্র ঘর ব্যবহার করতে পারতেন দীপক। এমনই নির্দেশ জারি করেছিলেন শিবানী। এখানেই শেষ নয়, দীপককে যাতে খাবার দেওয়া না হয় এবং তাঁর ঘর যাতে পরিষ্কার করা না হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছিল। যার জেরে মানসিক টানাপোড়েনে বাড়ি ছেড়ে পিজি অথবা বন্ধুর বাড়িতে থাকতে বাধ্য হন অভিনেতা।
advertisement
7/8
বহু সাক্ষাৎকারে এই বিষয়টা তুলে ধরেছেন দীপক তিজোরি। অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে নিজের দিকটাও স্পষ্ট রেখেছিলেন শিবানী। তাঁর দাবি, তিনি দীপকের কাছে স্বীকার করে নিয়েছিলেন যে, প্রথম বিয়েটা তাঁর ভুল ছিল।
advertisement
8/8
আর আইনি ভাবে বিচ্ছেদও হয়নি। শিবানী আরও দাবি করেছিলেন যে, সবটা জেনেই দীপক তাঁর সঙ্গে কয়েক বছর কাটিয়েছেন।