Debina Bonnerjee: দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার
- Published by:Sayani Rana
Last Updated:
অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালে দুই সন্তানের জন্ম দিয়ে সবাইকে অবাক করে দেন। অভিনেত্রী ২০২২-এর এপ্রিলে প্রথম কন্যা লিয়ানা এবং নভেম্বরে দ্বিতীয় কন্যা দিবিশার জন্ম দেন। তবে এতো আনন্দের মধ্যেও তিনি চিন্তিত তাঁর বাড়তে থাকা ওজন নিয়ে।
advertisement
1/7

দেবিনা বন্দ্যোপাধ্যায় এখন তাঁর ওজন কমানোর জন্য আবারও শিরোনামে। অভিনেত্রী সম্প্রতি অনেকটাই ওজন কমিয়েছেন, তবে এটি তাঁর কাছে খুব একটা সহজ কাজ নয় বলে তিনি মনে করছেন। তিনি তাঁর ভ্লগে এ বিষয়ে কথা বলেছেন। সেখানে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি ওজন নিয়ে ঠিক কতটা চিন্তিত। (ছবির ক্রেডিট: Instagram: @debinabon)
advertisement
2/7
বর্তমানে অভিনেত্রী তাঁর দুই কন্যা ও স্বামী গুরমিত চৌধুরির সঙ্গে দুবাই ঘুরতে গিয়েছেন। কিন্তু, সেখানে গিয়েই পড়েছেন মুশকিলে। কারণ সেখানে রুটিন মেনে খেতে পারছেন না খাবার। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
3/7
তবে দেবিনা জানিয়েছেন যে তিনি যখন মুম্বইতে ছিলেন, তখন সঠিক ভাবে ডায়েটে মেনে খাবার খেতেন। পাশাপাশি প্রতিদিন ওয়ার্কআউটও করতেন। ভাল ভাবে যত্ন নিতেন শরীরের। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
4/7
দুবাই যাওয়ার পর থেকে তিনি আর খাবারের যত্ন নিতে পারছে না, তাই তিনি খুবই চিন্তিত। কারণ প্রসবের পর ওজন কমান খুবই কঠিন হয়ে পড়েছে তাঁর কাছে। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
5/7
দেবীনা তার ইউটিউব ভ্লগে বলেছিলেন যে গর্ভাবস্থার পরে, তার শরীরে প্রচুর পরিবর্তন এসেছিল হরমোনের জন্য, যা তার মনের পাশাপাশি তার ওজনেও প্রভাব ফেলেছিল। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
6/7
এমনও অনেক দিন গিয়েছে যেদিন তিনি এই বিষয় নিয়ে ভেবে, কাঁদতে কাঁদতে দিন কাটিয়েছেন। পাশাপাশি এসেছে নানান মানসিক চাপও তাই বহু চেষ্টা করেও কমেনি ওজন। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
7/7
কিন্তু, দেবীনা এখন পুরোপুরি শরীরচর্চায় মন দিয়েছেন। সুষম খাবার খেয়ে ধীরে ধীরে বেশ কিছুটা ওজন কমিয়েছেন অভিনেত্রী। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)