TRENDING:

Debina Bonnerjee: দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার

Last Updated:
অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালে দুই সন্তানের জন্ম দিয়ে সবাইকে অবাক করে দেন। অভিনেত্রী ২০২২-এর এপ্রিলে প্রথম কন্যা লিয়ানা এবং নভেম্বরে দ্বিতীয় কন্যা দিবিশার জন্ম দেন। তবে এতো আনন্দের মধ্যেও তিনি চিন্তিত তাঁর বাড়তে থাকা ওজন নিয়ে।
advertisement
1/7
দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার
দেবিনা বন্দ্যোপাধ্যায় এখন তাঁর ওজন কমানোর জন্য আবারও শিরোনামে। অভিনেত্রী সম্প্রতি অনেকটাই ওজন কমিয়েছেন, তবে এটি তাঁর কাছে খুব একটা সহজ কাজ নয় বলে তিনি মনে করছেন। তিনি তাঁর ভ্লগে এ বিষয়ে কথা বলেছেন। সেখানে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি ওজন নিয়ে ঠিক কতটা চিন্তিত। (ছবির ক্রেডিট: Instagram: @debinabon)
advertisement
2/7
বর্তমানে অভিনেত্রী তাঁর দুই কন্যা ও স্বামী গুরমিত চৌধুরির সঙ্গে দুবাই ঘুরতে গিয়েছেন। কিন্তু, সেখানে গিয়েই পড়েছেন মুশকিলে। কারণ সেখানে রুটিন মেনে খেতে পারছেন না খাবার। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
3/7
তবে দেবিনা জানিয়েছেন যে তিনি যখন মুম্বইতে ছিলেন, তখন সঠিক ভাবে ডায়েটে মেনে খাবার খেতেন। পাশাপাশি প্রতিদিন ওয়ার্কআউটও করতেন। ভাল ভাবে যত্ন নিতেন শরীরের। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
4/7
দুবাই যাওয়ার পর থেকে তিনি আর খাবারের যত্ন নিতে পারছে না, তাই তিনি খুবই চিন্তিত। কারণ প্রসবের পর ওজন কমান খুবই কঠিন হয়ে পড়েছে তাঁর কাছে। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
5/7
দেবীনা তার ইউটিউব ভ্লগে বলেছিলেন যে গর্ভাবস্থার পরে, তার শরীরে প্রচুর পরিবর্তন এসেছিল হরমোনের জন্য, যা তার মনের পাশাপাশি তার ওজনেও প্রভাব ফেলেছিল। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
6/7
এমনও অনেক দিন গিয়েছে যেদিন তিনি এই বিষয় নিয়ে ভেবে, কাঁদতে কাঁদতে দিন কাটিয়েছেন। পাশাপাশি এসেছে নানান মানসিক চাপও তাই বহু চেষ্টা করেও কমেনি ওজন। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
advertisement
7/7
কিন্তু, দেবীনা এখন পুরোপুরি শরীরচর্চায় মন দিয়েছেন। সুষম খাবার খেয়ে ধীরে ধীরে বেশ কিছুটা ওজন কমিয়েছেন অভিনেত্রী। (ছবি সৌজন্যে: Instagram: @debinabon)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Debina Bonnerjee: দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল