TRENDING:

DDLJ 30 Years: রাজ-সিমরনের জাদু চলছেই, ৩০ বছর পূর্ণ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র! শাহরুখ-কাজলের জুটি আজও সুপারহিট

Last Updated:
DDLJ 30 Years: ২০ অক্টোবর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র ৩০ বছর পূর্ণ হল। শাহরুখ খান ও কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই ছবির নেশায় আজও বুঁদ হয়ে রয়েছেন কোটি কোটি দর্শক।
advertisement
1/11
রাজ-সিমরনের জাদু চলছেই, ৩০ বছর পূর্ণ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র! শাহরুখ-কাজল হিট
বলিউডের এমন এক ছবি, যা আজও দর্শকের মনে সমান ভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। শাহরুখ খান ও কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই ছবির নেশায় আজও বুঁদ হয়ে রয়েছেন কোটি কোটি দর্শক।
advertisement
2/11
২০ অক্টোবর দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র ৩০ বছর পূর্ণ হল। বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে অন্যতম আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি মুম্বইয়ের মারাঠা মন্দির হলে তখন থেকে প্রতিদিনই দেখানো হয়।
advertisement
3/11
সিনেমাটি শাহরুখ খানকে সুপারস্টার বানিয়েছে আর হিন্দি সিনেমায় আধুনিক প্রেমকে নতুন রূপে উপস্থাপন করেছে। আজও সেই জাদুতে মোহিত সবাই।
advertisement
4/11
প্রতিদিন বেলা সাড়ে ১১ টায় দর্শকরা নস্টালজিয়ায় ডুবে যায়। যেখানে প্রথা ভাঙ্গা এক তরুন যুগলের প্রেমের গল্পটি পুনরায় জীবন্ত হয়ে ধরা দেয়।
advertisement
5/11
মুক্তির ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এখনও দর্শকের মনে জায়গা করে রেখেছে। রাজ-সিমরানের (শাহরুখ খান ও কাজল) প্রেমকাহিনি শুধু হৃদয় ছুঁয়েই যায়নি, বলিউডে এক নতুন ধারা সৃষ্টি করেছিল।
advertisement
6/11
আর সেই গল্পের স্মরণীয় চরিত্র ছিল সিমরনের বাবা বলদেব সিংয়ের চরিত্র; যাতে অভিনয় করেছিলেন অমরেশ পুরী। বলদেব চরিত্রটি দ্বন্দ্বের প্রতীক।
advertisement
7/11
সিমরানকে বিদেশে পড়াশোনা করতে দেন, বন্ধুদের সঙ্গে ইউরোপ ভ্রমণে পাঠান, আধুনিক পোশাক পরার স্বাধীনতাও দেন।
advertisement
8/11
কিন্তু প্রেম-বিয়ের ক্ষেত্রে তিনি কড়া নিয়ন্ত্রণ চান-- মেয়ের বিয়ে যেন শুধু তাঁর পছন্দের ছেলের সঙ্গেই হয়। এই নিয়ন্ত্রিত স্বাধীনতা আজও বলিউডে দেখা যায়।
advertisement
9/11
কেবল রাজ–সিনেমার রসায়নই নয়, মুক্তির পরে ঝড় তুলেছিল সিনেমার গানগুলো। ‘মেরে খওয়াবো ম্যায়’, ‘যারা সে ঝুম লু ম্যায়’, ‘তুঝছে দেখা তো’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’র মতো গানগুলো এখনো সিনেমাপ্রেমীদের মুখে মুখে ফেরে।
advertisement
10/11
যতীন–লতিতের সুরে গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন মনপ্রীত কৌর, পামেলা চোপড়া, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, অভিজিৎ, কুমার শানু, উদিত নারায়ণ।
advertisement
11/11
মাত্র ৪ কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমাটি ১০৪ কোটি টাকা আয় করে। ২০১২ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের করা সর্বকালের সেরা ১০০ ভারতীয় সিনেমার তালিকায়ও ছিল এটি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
DDLJ 30 Years: রাজ-সিমরনের জাদু চলছেই, ৩০ বছর পূর্ণ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র! শাহরুখ-কাজলের জুটি আজও সুপারহিট
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল