Darshana Banik-Saurav Das Wedding: বাবার জন্য আমি আর সৌরভ বাপেরবাড়ি-শ্বশুরবাড়ি মিলিয়ে মিশিয়ে থাকব, বিয়ের আগে জানালেন দর্শনা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Darshana Banik-Saurav Das Wedding: মাতৃহারা মেয়ে বাবার সঙ্গেই থাকে। বাবার সঙ্গে দেশবিদেশ ঘুরতে যায়। বাবা-ই সব। আজ সেই বাবাকেও ছেড়ে যেতে হবে শ্বশুরবাড়ি। বিয়ের আগের সন্ধ্যায় নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন দর্শনা।
advertisement
1/10

দর্শনা বণিকের সল্টলেকের বাড়ি সেজে উঠেছে আলোয়। ওই দিকে সৌরভ দাসের বাড়িতেও পূর্ণ প্রস্তুতি। কয়েক ঘণ্টার মধ্যেই শহরের পাঁচতারা হোটেলে ছাদনাতলায় বসবেন টলিপাড়ার যুগল।
advertisement
2/10
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
3/10
আজ, বৃহস্পতিবার সকালে, অধিবাস হল দর্শনার। বাবার সঙ্গে বসে নিয়ম পালন করলেন মেয়ে। দাদা এবং বৌদি ক্যালিফোর্নিয়া থেকে চলে এসেছেন সল্টলেকের বাড়ি।
advertisement
4/10
বণিক বাড়িতে আজ আনন্দের সমাগম। কিন্তু একজনই নেই। যাঁর অনুপস্থিতি প্রতি মুহূর্তে চোখে জল আনে সকলের। তিনি, দর্শনার মা। ২০১৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যান তিনি।
advertisement
5/10
সেই থেকে মাতৃহারা মেয়ে বাবার সঙ্গেই থাকে। বাবার সঙ্গে দেশবিদেশ ঘুরতে যায়। বাবা-ই সব। আজ সেই বাবাকেও ছেড়ে যেতে হবে শ্বশুরবাড়ি। বিয়ের আগের সন্ধ্যায় নিউজ18 বাংলার সঙ্গে কথা বললেন দর্শনা।
advertisement
6/10
নায়িকার কথায়, ‘‘এই সময়ে মা থাকলে কী ভাল হত। সবসময়েই মনে হয় সেটা। বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়াটা খুবই কঠিন। কিন্তু আমার বাবা পুরো ‘ড্যাডি কুল।’ আমাকে আর দাদাকে বাবা-ই শক্ত হতে শিখিয়েছে।’’
advertisement
7/10
‘‘এমনকি আমার অষ্টমঙ্গলার সময়ে বাবা সোলো ট্রিপে মিশর যাচ্ছে।’’ তবে বিয়ের পর বাপেরবাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে যাতায়াত থাকবে নায়িকার।’’ বাবার জন্য, নিজের কাজের সুবিধার জন্যেও।
advertisement
8/10
দর্শনা বললেন, ‘‘সপ্তাহে তিন-চারদিন হয়তো আমি সৌরভের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে থাকব। কিন্তু বাকিটা আমি চেষ্টা নিজের বাড়িতেই থাকতে।’’
advertisement
9/10
‘‘শুরুতে অনেকটাই আমি আর সৌরভ আলাদা থাকব। মিলিয়ে মিশিয়ে থাকা, কাজের জন্য অন্য শহরেও যেতে হতে পারে আমাদের। আপাতত তো এরকম ভাবেই ম্যানেজ করব। পরেরটা পরে ভাবা যাবে।’’
advertisement
10/10
এখন কেবল রাত পোহানোর অপেক্ষা বর-কনের। বিয়ের কার্ডেও তাঁদের অমর প্রেমের ছোঁয়া রেখেছেন। কার্ডে আঁকা ছবিতে দেখা যাচ্ছে দর্শনা এবং সৌরভ একে অপরকে আলিঙ্গন করে রয়েছে। এখন অপেক্ষা প্রথমবার তারকা যুগলকে দম্পতি হিসেবে দেখার।