Saurav Darshana Wedding: চোখ ধাঁধানো আসর! হলুদ শাড়ি-সোনার গয়নায় গায়েহলুদ দর্শনার... ছকভাঙা সাজে নজির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Saurav Darshana Wedding: টলিপাড়ার এই জুটি বিবাহ ঘোষণা সকলকে চমকে দিয়েছিল গত মাসের শেষের দিকে। তার পর ১৭ দিনে কেটে গেল।
advertisement
1/5

টলিপাড়ায় আপাতত জোরকদমে চলছে বিয়ের মরশুম। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য় মুখোপাধ্য়ায়। তারপরেই আজ শুক্রবার গাঁটছড়া বাঁধছেন টলিপাড়ার আরও এক হেভিওয়েট অভিনেতা সৌরভ দাস এবং মডেল-অভিনেত্রী দর্শনা বণিক।
advertisement
2/5
আমেরিকা থেকে দর্শনার দাদারাও এসে গিয়েছেন। শুক্রবার সকাল থেকে গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। হলুদ শাড়ি আর হলুদ ব্লাউজে সেজেছেন দর্শনা। সঙ্গে মানানসই গয়না।
advertisement
3/5
হলুদ সিল্ক, স্লিভলেস ব্লাউজে শাঁখা-পলায় সেজে সৌরভের নামের হলুদ গায়ে ছোঁয়ালেন দর্শনা।
advertisement
4/5
বণিক বাড়িতে আজ আনন্দের সমাগম। কিন্তু একজনই নেই। যাঁর অনুপস্থিতি প্রতি মুহূর্তে চোখে জল আনে সকলের। তিনি, দর্শনার মা। ২০১৬ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যান তিনি।
advertisement
5/5
নায়িকার কথায়, ‘‘এই সময়ে মা থাকলে কী ভাল হত। সবসময়েই মনে হয় সেটা। বাবাকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়াটা খুবই কঠিন। কিন্তু আমার বাবা পুরো ‘ড্যাডি কুল।’ আমাকে আর দাদাকে বাবা-ই শক্ত হতে শিখিয়েছে।’’