TRENDING:

Darshana Banik Aiburobhat: ৩ রকমের মাছ, ৫টি মিষ্টি, মাটন... আর কী কী? সৌরভের সঙ্গে বিয়ের আগে আইবুড়ো ভাত দর্শনার

Last Updated:
Darshana Banik Aiburobhat: এলাহি এই আয়োজনে লাল শাড়ি, লাল হাতাকাটা ব্লাউজে সেজেছিলেন দর্শনা। কপালে ছিল ছোট্ট লাল টিপ। সুন্দর দেখাচ্ছিল সৌরভের কনেকে। এখন কেবল অপেক্ষা ১৫ তারিখের।
advertisement
1/7
৩ রকমের মাছ, ৫ মিষ্টি, মাটন... কত কী! সৌরভের সঙ্গে বিয়ের আগে আইবুড়ো ভাত দর্শনার
বণিক পরিবারে বিয়ের সানাই বাজল বলে। চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস।
advertisement
2/7
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম।
advertisement
3/7
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে। তারই ছোট্ট ঝলক মিলল কনের ইনস্টাগ্রামে।
advertisement
4/7
বন্ধুবান্ধব আইবুড়ো ভাত খাওয়ালেন দর্শনাকে। নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না সেরেছেন। তারপর দর্শনাকে সারপ্রাইজ আইবুড়ো ভাত খাইয়েছেন।
advertisement
5/7
কী কী ছিল পাতে? নিউজ18 বাংলা সরাসরি জেনে নিল দর্শনার কাছে। লুচি, বাসন্তী পোলাও, সাদা ভাতের সঙ্গে ছিল রকমারি খাবার। পাঁচ রকমের ভাজা, পাঁঠার মাংসের ঝোল তো ছিলই।
advertisement
6/7
আর ছিল তিন রকমের মাছের ঝোল। নায়িকার কথায়, ‘‘বিশাল বড়’ গলদা চিংড়ি, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড়, পাঁচ রকমের মিষ্টি।’’
advertisement
7/7
এলাহি এই আয়োজনে লাল শাড়ি, লাল হাতাকাটা ব্লাউজে সেজেছিলেন দর্শনা। কপালে ছিল ছোট্ট লাল টিপ। সুন্দর দেখাচ্ছিল সৌরভের কনেকে। এখন কেবল অপেক্ষা ১৫ তারিখের।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Darshana Banik Aiburobhat: ৩ রকমের মাছ, ৫টি মিষ্টি, মাটন... আর কী কী? সৌরভের সঙ্গে বিয়ের আগে আইবুড়ো ভাত দর্শনার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল