TRENDING:

Darshana-Sourav Wedding: বিয়ের আগে আশীর্বাদের লুকেই বাজিমাত দর্শনার! মালা-আলোয় সেজে উঠল বাড়ি, রইল ছবি

Last Updated:
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস দর্শনা বণিক৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আশীর্বাদে গোলাপি শাড়িতে সাজলেন নায়িকা, সেজে উঠেছে তাঁর বাড়িও।
advertisement
1/7
বিয়ের আগে আশীর্বাদের লুকেই বাজিমাত দর্শনার! মালা-আলোয় সেজে উঠল বাড়ি, রইল ছবি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস দর্শনা বণিক৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজে উঠছে সৌরভ-দর্শনার বাড়ি।
advertisement
2/7
বাঙালি রীতি মেনেই বিয়ে করবেন সৌরভ-দর্শনা। আর তার মাঝেই আইবুড়ো ভাত থেকে শুরু করে সব বিয়ের জন্য বানানো বিশেষ গাছকৌট-কুলো সবই তারকা জুটি শেয়ার করে নিচ্ছেন স্যোশাল মিডিয়ায়।
advertisement
3/7
আগামী কাল অর্থাৎ ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর।
advertisement
4/7
সূত্রের খবর, দর্শনা তাঁর বিয়ের দিন সব অনুষ্ঠানেই পরবেন বেনারসি। আধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনারসি, গায়ে-হলুদের সময় হলুদ বেনারসি এবং রিসেপশনের রাতে ফুসিয়া গোলাপি বেনারসিতে দেখা যাবে তাঁকে। বিয়ের দিন কাস্টমাইজ লাল বেনারসিতে যা দেখা যাবে নায়িকাকে।
advertisement
5/7
অন‍্যদিকে, সৌরভ একটি কাঁথার কাজ করা তসর ধুতি এবং জামদানি ও কাঁথার কাজ করা একটি কুর্তা পরবেন। তাঁদের বিয়ে হবে রাত ৯ টায়।
advertisement
6/7
আশীর্বাদেও তিনি সেজেছেন গোলাপী শড়িতে। সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন আশীর্বাদের থালার রিলও।
advertisement
7/7
পাশাপাশি সেজে উঠেছে দর্শনার বাড়িও। আলোয় আলোয় উজ্জ্বল তাঁর বাড়ি। গায়ে হলুদের জন্যও সুন্দর করে সাজানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে গাঁদা ফুল, সামনে রাখা বিশেষ অর্ডার দিয়ে বানানো গাছকৌট ও কুলো।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Darshana-Sourav Wedding: বিয়ের আগে আশীর্বাদের লুকেই বাজিমাত দর্শনার! মালা-আলোয় সেজে উঠল বাড়ি, রইল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল