Daniel Radcliffe the Onscreen Harry Potter:এক দশকের লিভ ইনে অন্তঃসত্ত্বা প্রেমিকা, রইল হবু বাবা 'হ্যারি পটারের' একাধিক প্রেমের রঙিন ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Daniel Radcliffe the Onscreen Harry Potter:দীর্ঘ দিনের প্রেমিকা অন্তঃসত্ত্বা, বাবা হতে চলেছেন 'হ্যারি পটার', ভাইরাল যুগলের ছবি
advertisement
1/7

বাবা হতে চলেছেন হ্যারি পটার। অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফের প্রেমিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
advertisement
2/7
সম্প্রতি অভিনেতা ড্যানিয়েল এবং তাঁর প্রেমিকা অভিনেত্রী এরিন ডার্ককে একসঙ্গে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে নিউ ইয়র্কের রাজপথে। সেই ছবিতেই বোঝা যাচ্ছিল এরিনের বেবি বাম্প। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর ও ছবি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। সোশ্যাল মিডিয়াতেও অনুরাগীরা শেয়ার করেছেন সেই ছবি।
advertisement
3/7
এর পর ড্যানিয়েলের মুখপাত্র খবরের সত্যতা স্বীকার করেন। এরিনের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তিনি শিলমোহর দেন। প্রসঙ্গত ২০১৩ সালে 'কিল ইয়োর ডার্লিংস' ছবির সেটে প্রথম আলাপ হয় ড্যানিয়েল এবং এরিনের। গত এক দশক ধরে লিভ ইন সম্পর্কে আছেন ৩৩ বছর বয়সি ড্যানিয়েল এবং ৩৮ বছরের এরিন।
advertisement
4/7
জে কে রাউলিংয়ের লেখা হ্যারি পটার চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন ড্যানিয়েল। রূপকথার নায়কের পরিচয়ের আড়ালে হারিয়ে যেতে বসে তাঁর আসল নাম ও পরিচয়।
advertisement
5/7
শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ দিন হ্যারি পটারের বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে ড্যানিয়েলকে। তার পরও তিনি হলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাননি। তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে Weird: The Al Yankovic Story ছবিতে।
advertisement
6/7
এই বায়োপিকের প্রধান ভূমিকায় ছিলেন তিনি। আপাতত রূপকথার অনস্ক্রিন নায়ক বিভোর তাঁর আসন্ন পিতৃত্বের দিনগুলির স্বপ্নে।
advertisement
7/7
এর আগে রোজি কোকারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ড্যানিয়েল। হ্যারি পটার ছবির সেটেই তাঁদের আলাপ। তবে তাঁদের প্রেম আড়াই বছরের বেশি স্থায়ী হয়নি। রোজির সঙ্গে বিচ্ছেদের পর ড্যানিয়েল এরিনের প্রেমে পড়েন।