Daler Mehndi: সারা বিশ্ব নেচেছে 'তুনাক তুনাক তুন' গানে, মানব পাচারে দোষী দলের মেহেন্দি এখন কোথায়? বড় খবর!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Daler Mehndi: পাঞ্জাবি গানের তালে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন দলের মেহেন্দি। বহু বছর গানের জগতে দেখা নেই তাঁর। কোথায় দলের মেহেন্দি?
advertisement
1/10

সিঙ্গলস থেকে বলিউডের ছবি, পাঞ্জাবি গানে সারা বিশ্বকে নাচিয়েছেন দলের মেহেন্দি। এখনও যে কোনও অনুষ্ঠানে দলেরে 'তুনাক তুনাক তুন' গান না চললে তা পূর্ণ হয় না।
advertisement
2/10
পাঞ্জাবি গানের তালে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন দলের মেহেন্দি। বহু বছর গানের জগতে দেখা নেই তাঁর। কোথায় দলের মেহেন্দি?
advertisement
3/10
গানের জগত থেকে সরে যাওয়ার মূল কারণ ছিল দলেরের জেলযাত্রা। কেন? ২০১৮ সালে মানুষ পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন দলের।
advertisement
4/10
২০০৩ সালে পাতিয়ালা আদালত গায়ককে সাজা শোনায়। ২০০৩-এ পঞ্জাবের বলবেহরা গ্রামের জনৈক বকশিস সিংহের লিখিত অভিযোগের ভিত্তিতে দালের, তাঁর ভাই শামসের এবং তাঁদের কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০১৭-এর অক্টোবরে মারা যান শামসের।
advertisement
5/10
বকশিসের অভিযোগ ছিল, তিনি দালের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছেন। দালের মেহেন্দির ট্রুপের সঙ্গে অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে তাঁর থেকে লক্ষাধিক টাকা মেহেন্দি ভাইরা নিয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ জমা হওয়ার পর মেহেন্দি ভাইদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আরও জমা হতে থাকে।
advertisement
6/10
ফেব্রুয়ারি, ২০০৬-এর পুলিশ দালের মেহেন্দি নির্দোশ, এই মর্মে আদালতে এই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়। কিন্তু পুলিশের সেই আবেদন খারিজ করে গায়কের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেয় আদালত।
advertisement
7/10
এর পর আরও একবার পুলিশের তরফ থেকে মেহেন্দিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু দ্বিতীয় বারেও আদালত সেই আবেদন নাকচ করে দালেরের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দেয়।
advertisement
8/10
পরে হাইকোর্টে মামলা গেলে জামিনে মুক্তি পান দলের। ২০২২-এর ১৫ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান দলের মেহেন্দি। এরপর এ বছরের জানুয়ারি মাসে হাইকোর্টে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন দলের। তবে এ সবের মাঝে গান থেকে অনেকটাই দূরে পাঞ্জাবি পপ গায়ক।
advertisement
9/10
তবে সম্প্রতি শোনা যাচ্ছে ফের গানের জগতে ফিরছেন দলের। কোরিয়ার কে পপ দলের আউরার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ইন্দো-কোরিয়ার পপ সংস্কৃতির বাহক হয়ে একসঙ্গে কাজ করতে চান তাঁরা।
advertisement
10/10
আউরা সম্প্রতি ভারতে এসেছেন, দেখা করেছেন দলের মেহেন্দির সঙ্গে। খুব শীঘ্রই বাপ্পি লাহিড়ী ও আর ডি বর্মণের পুরনো গান নিয়েও কাজ করতে পারেন তাঁরা।