Dadagiri-Sourav Ganguly: দাদার পছন্দে সরাসরি না! পায়েলের কথায় ‘হতাশ’ সৌরভ? এ কী বললেন অভিনেত্রী?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly-Payel Sarkar দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজরার মতো টলিপাড়ার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন ‘দাদাগিরি’৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ আর তাতেই রয়েছে বড় চমক৷
advertisement
1/9

দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজরার মতো টলিপাড়ার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন ‘দাদাগিরি’৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ আর তাতেই রয়েছে বড় চমক৷
advertisement
2/9
দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই জনপ্রিয় ক্যুইজ শোতে প্রায়শই তারকারা আসেন৷ দাদার সঙ্গে তাঁরাও জমিয়ে খেলেন দাদাগিরি৷ এবার এই শোতে এলেন টলিউডের একাধিক তারকা৷
advertisement
3/9
পায়েল সরকার, মধুমিতা সরকারের-সহ টলিপাড়ার সুন্দরী নায়িকাদের নিয়ে দাদাগিরির এই পর্বটির শ্যুটিং গত মাসেই হয়ে গিয়েছে৷ এবার দেখা গেল প্রোমোর ঝলক৷
advertisement
4/9
‘দাদাগিরি’তে এসে পায়েলের কথা শুনে রীতিমতো থ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কারণ সৌরভের প্রিয় খাবার নাকি একেবারেই না পসন্দ পায়েলের৷
advertisement
5/9
সৌরভকে প্রোমোর শুরুতেই বলতে শোনা গেল, ‘পায়েল বলে দাদার যেটা সবচেয়ে পছন্দ, ওর সেটা একেবারে অপছন্দ’। মিষ্টি হেসে পায়েলের জবাব, ‘একটা হল বিরিয়ানি, আরেকটা হল ফুচকা’।
advertisement
6/9
এই কথা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেলেন অন্বেষা-মধুমিতারা। মধুমিতা স্পষ্ট জানালেন, আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি’।
advertisement
7/9
পায়েলের বিরিয়ানি পছন্দ নয় শুনে সৌরভে আফসোসের সুরে বলেন, ‘জীবনের আনন্দ কী, জানলই না পায়েল।’ হেসে কুটোপাটি বাকি সকলে৷
advertisement
8/9
অনেকেই জানেন ক্রিকেটর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম পছন্দের খাবার বিরিয়ানি৷ একথা সৌরভ বহুবার বলেওছেন৷ অবশ্য বিরিয়ানি শুধু দাদার নয়, বেশিরভাগ বাঙালির অন্যতম পছন্দের খাবার৷
advertisement
9/9