TRENDING:

Cyrus Vaishali Wedding: বলিউডে বিয়ের ধুম, রণবীর-আলিয়ার পরেই গাঁটছড়া বাঁধলেন এই জনপ্রিয় অভিনেতা!

Last Updated:
MTV VJ and Actor Cyrus Sahukar: গোলাপী পাগড়ি আর সাদা শেরওয়ানিতে বরবেশে দেখা গিয়েছে সাইরাসকে। নববধূ বৈশালীর পরণে ছিল সুন্দর লাল লেহেঙ্গা।
advertisement
1/6
বলিউডে বিয়ের ধুম, রণবীর-আলিয়ার পরেই গাঁটছড়া বাঁধলেন এই জনপ্রিয় অভিনেতা!
বলিউডে চলছে বিয়ের মরশুম। রণবীর কাপুর এবং আলিয়া ভাট সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন। তার পরপরই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা, ভিডিও জকি এবং সঞ্চালক সাইরাস সাহুকার। দীর্ঘদিনের বান্ধবী বৈশালী মালাহারার সঙ্গে ছয় বছরেরও বেশি সময় ধরে প্রেমের পরে অবশেষে স্বামী স্ত্রী হিসেবে নতুন সফর শুরু করলেন সাইরাস এবং বৈশালী।
advertisement
2/6
এমটিভির বেশ কয়েকটি অনুষ্ঠানের অংশ হওয়ার পাশাপাশি সাইরাস ওম জয় জগদীশ, রং দে বাসন্তী, আয়েশা, খুবসুরত, কড়ক এবং আরও বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন।
advertisement
3/6
২০১৬ সালে একটি সাক্ষাত্কারে সাইরাস বৈশালীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে জানান। সাইরাস বলেছিলেন, “হ্যাঁ, সে আমার বান্ধবী। তাঁর নাম বৈশালী মালাহারা। আমরা মুম্বইতেই আলাপ এবং আমাদের গল্পটা বিশুদ্ধ নিরামিষ বনাম বিশুদ্ধ আমিষের। হাহাহা!”
advertisement
4/6
চলচ্চিত্র নির্মাতা কবির খান এবং তাঁর স্ত্রী অভিনেত্রী মিনি মাথুরকে সাইরাস এবং বৈশালীর বিয়ের উৎসবের দেখা গিয়েছিল। মিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যার মধ্যে একটিতে বর ও কনেকে অভিনেতা সমীর কোচারের সঙ্গে দেখা গিয়েছে।
advertisement
5/6
ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলিবাগে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রুতি শেঠ, মিনি মাথুর, দেবরাজ সান্যাল এবং অন্যান্যরা। বিয়ের পর, বন্ধুদের তোলা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
advertisement
6/6
গোলাপী পাগড়ি আর সাদা শেরওয়ানিতে বরবেশে দেখা গিয়েছে সাইরাসকে। নববধূ বৈশালীর পরণে ছিল সুন্দর লাল লেহেঙ্গা। একে অপরের হাত ধরে বর এবং কনের ছবি ভীষণই মধুর। শ্রুতি শেঠ বরযাত্রীদের একটি ঝলক শেয়ার করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Cyrus Vaishali Wedding: বলিউডে বিয়ের ধুম, রণবীর-আলিয়ার পরেই গাঁটছড়া বাঁধলেন এই জনপ্রিয় অভিনেতা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল