TRENDING:

শুধু ৫টা গান শ্যুট করতেই পরিচালক উড়িয়েছেন ৭৫ কোটি টাকা! এ যেন ভারতীয় ছবির ইতিহাসে সত্যিই এক 'গেম চেঞ্জার'

Last Updated:
This filmmaker spent Rs.75 crore to film just 5 songs: সদ্য মুক্তি পাওয়া ছবি 'গেম চেঞ্জার'-এর ৫টা গান শ্যুট করতে গুণে গুণে প্রযোজকের ৭৫ কোটি টাকা খরচ করেছেন শঙ্কর।
advertisement
1/6
শুধু ৫টা গান শ্যুট করতেই পরিচালক উড়িয়েছেন ৭৫ কোটি টাকা! ভারতীয় ছবিতে ইতিহাস
জাঁকজমকে ভরা চোখধাঁধানো সেট। নজর ফেরানো যাচ্ছে না নায়ক, নায়িকা এবং ফ্রেমে উপস্থিত বাকিদের কস্টিউম থেকে। রাশি রাশি টাকা খরচ করে তৈরি এমন ভারতীয় ছবির গানের কথা বললে সবার আগে অনেকেরই মাথায় আসবে সঞ্জয় লীলা বনশালির কথা। 'দেবদাস'-এর চন্দ্রমুখী হোক বা পার্বতী, 'বাজিরাও মস্তানি'-র মস্তানি, 'হিরামন্ডি'র বিব্বো- সবার প্রতি গানে প্রতি ফ্রেমে আড়ম্বড়ের চূড়ান্ত রূপ দেখেছেন দর্শক।
advertisement
2/6
শুধু একটা গান শ্যুট করতে এত টাকা খরচের জন্য এক সময়ে বেশ নাম-ডাক ছিল যশ চোপড়ারও। সুইজারল্যান্ডের লোকেশনে যাতায়াত এবং আনুষঙ্গিক মিলিয়ে সেই খরচ বাড়ত। তবে, সত্যি বলতে কী, এঁদের সবার রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন দক্ষিণী পরিচালক এস শঙ্কর।খবর বলছে, সদ্য মুক্তি পাওয়া ছবি 'গেম চেঞ্জার'-এর ৫টা গান শ্যুট করতে গুণে গুণে প্রযোজকের ৭৫ কোটি টাকা খরচ করেছেন শঙ্কর।
advertisement
3/6
এই ছবি দিয়েই তেলুগু সিনেমায় তাঁর আত্মপ্রকাশ, ফলে, ছবি যাতে সব দিক থেকেই 'গেম চেঞ্জার' হয়, সে প্রচেষ্টা তো থাকবেই! এবং কথাটা মিথ্যাও নয়। কেন না, এই খবরে সিলমোহর দিয়েছেন ছবির প্রযোজক দিল রাজু নিজেই। মুম্বইয়ে ছবির ট্রেলার লঞ্চের সময়ে তিনিই জানিয়েছেন যে 'গেম চেঞ্জার' ছবিতে ৫টা গান শ্যুট করার বাজেট দাঁড়িয়েছে ৭৫ কোটি টাকা।
advertisement
4/6
চোখধাঁধানো সেট এবং একশোরও উপরে ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে একেকটা গান শ্যুট করতে যে দশ কী বারো দিন মতো সময় লেগেছে, সে কথাও গর্ব সহকারে বলতে ভোলেননি অনুষ্ঠানে দিল রাজু। যদিও কোন গানের পিছনে সঠিক কত খরচ হয়েছে, সেই বিশদ বিবরণ প্রকাশের দরকার তিনি বোধ করেননি। লোকে অবাক হতেই পারে। ৭৫ কোটি টাকায় চাইলে একটা গোটা ছবি বানিয়ে ফেলা যায়। তবে, শুধু ছবির গান শ্যুট করার জন্য এত খরচ শঙ্কর কিন্তু বরাবরই করেন, এই প্রথম যে এমনটা হল, তা নয়। ইতিপূর্বে '২.০' ছবির 'ইয়ান্তারা লোকাপু সুন্দরীবে' গানের পিছনে তিনি উড়িয়েছেন ২০ কোটি টাকা।
advertisement
5/6
কেরিয়ারের একেবারে শুরুতে, 'জিনস' ছবির 'আজুবা' গানের শ্যুটিংয়েও ঘটেছে এক ব্যাপার। নব্বইয়ের দশকে ২৫ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল 'জিনস', 'আজুবা' গানের শ্যুটিং হয়েছিল ৭ দেশ মিলিয়ে, গানটা শ্যুট করতে খরচ হয়েছিল ২ কোটি টাকা!
advertisement
6/6
ফলে, বলাই যায়, শঙ্কর শুধু তাঁর নিজের রেকর্ড ভাঙছেন! অবশ্য, কিয়ারা আডবাণী, রাম চরণ, এস জে সুরিয়া অভিনীত 'গেম চেঞ্জার' তৈরি করতে খরচ যেখানে হয়েছে ৫০০ কোটি টাকা, সেখানে গানের পিছনে ৭৫ কোটি টাকা খরচ খুব একটা কি বড় কোনও ব্যাপার?
বাংলা খবর/ছবি/বিনোদন/
শুধু ৫টা গান শ্যুট করতেই পরিচালক উড়িয়েছেন ৭৫ কোটি টাকা! এ যেন ভারতীয় ছবির ইতিহাসে সত্যিই এক 'গেম চেঞ্জার'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল