TRENDING:

Ankita Lokhande-Vicky Jain: 'মাইক খুলে লেপের ভিতর...' বিগ বসের ঘরে গোপনে এ কী করেন ভিকি-অঙ্কিতা! সবটা ফাঁস

Last Updated:
Ankita Lokhande-Vicky Jain: 'বিগ বস'-এর ঘরের চার দেওয়ালের ঘেরাটোপেই যেন ক্রমে ক্ষয়ে যাচ্ছে অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের সম্পর্ক। বিবাদের কারণে প্রায় প্রতিদিনই শিরোনামে থাকেন তাঁরা। বিতণ্ডার জল গড়িয়েছে বহু দূর।
advertisement
1/5
'মাইক খুলে লেপের ভিতর...' বিগ বসের ঘরে গোপনে এ কী করেন ভিকি-অঙ্কিতা! সবটা ফাঁস
'বিগ বস'-এর ঘরের চার দেওয়ালের ঘেরাটোপেই যেন ক্রমে ক্ষয়ে যাচ্ছে অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের সম্পর্ক। বিবাদের কারণে প্রায় প্রতিদিনই শিরোনামে থাকেন তাঁরা। বিতণ্ডার জল গড়িয়েছে বহু দূর।
advertisement
2/5
ভিকি-অঙ্কিতার সম্পর্কের এই তিক্ততা কি নিছকই লোক দেখানো? সম্প্রতি এমনই অভিযোগ এনেছেন 'বিগ বস ১৪'-র আরও এক প্রতিযোগী অভিষেক কুমার। তাঁর কথায়, তারকা-দম্পতির যাবতীয় বিতণ্ডা অঙ্কিতাকে প্রতিযোগিতায় জেতানোর 'কৌশল' মাত্র।
advertisement
3/5
অভিষেক বলেন, "ওরা (অঙ্কিতা এবং ভিকি) রাতে মাইক নামিয়ে লেপের ভিতরে কথা বলে। তার পর ওরা পরিকল্পনা করে। পরের দিন কে কী বলবে, তার প্রত্যুত্তরে কী বলা হবে।"
advertisement
4/5
এখানেই থামেননি অভিষেক। তাঁর দাবি, ভিকি ভাল ভাবেই জানেন, এই প্রতিযোগিতা তিনি জিতবেন না। তাই স্ত্রীকে বিজয়ী করার চেষ্টা করছেন তিনি।
advertisement
5/5
দর্শকদের একাংশ অভিষেকের সঙ্গে সহমত। অনেকেই মনে করছেন, বিজয়ীর শিরোপা পাওয়ার জন্যই নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করছেন ভিকি-অঙ্কিতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ankita Lokhande-Vicky Jain: 'মাইক খুলে লেপের ভিতর...' বিগ বসের ঘরে গোপনে এ কী করেন ভিকি-অঙ্কিতা! সবটা ফাঁস
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল