Jacqueline-Sukesh: জেলে বসেই 'বেবি'র জন্য ৯ দিন উপোস করবেন সুকেশ! কারণটা কী? নিজেই ফাঁস করলেন 'কনম্যান'
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Jacqueline-Sukesh: এবার জেলে বসেই চর্চিত প্রেমিকা জ্যাকলিনকে চিঠি লিখলেন কনম্যান৷ চিঠিতে তিনি জানান, এবার জেলের মধ্যেই ৯ দিন উপোস করবেন তিনি, এমনকী কারণও খোলসা করে দিয়েছেন তিনি৷
advertisement
1/6

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। গত প্রায় এক বছর ধরে এই মামলায় নাম জড়িয়েছে বলি অভিনেত্রীর । এখনও জেলেই বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর৷
advertisement
2/6
জেলে বসেই একাধিকবার প্রিয়তমা জ্যাকলিনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে চলেছেন সুকেশ। ভালবাসা প্রকাশের জন্য কোনও সুযোগই তিনি হাতছাড়া করেন না কনম্যান। প্রেমদিবস হোক বা জন্মদিন জ্যাকলিনের উদ্দেশ্যে প্রেম নিবেদন করেই চলেছেন সুকেশ।
advertisement
3/6
ঠকবাজ সুকেশের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গতার কথা নতুন নয়। এবার জেলে বসেই চর্চিত প্রেমিকা জ্যাকলিনকে চিঠি লিখলেন কনম্যান৷ চিঠিতে তিনি জানান, এবার জেলের মধ্যেই ৯ দিন উপোস করবেন তিনি, এমনকী কারণও খোলসা করে দিয়েছেন তিনি৷
advertisement
4/6
সুকেশ লেখেন, 'জীবনে প্রথমবার উপোস রাখছি৷ আগামী ৯ দিন নবরাত্রির উপোস করব, যাতে তোমার মঙ্গল হয়৷ এবং আমাদের আশপাশ থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয়৷'
advertisement
5/6
সম্প্রতি দোহাতে শাহিদ কাপুর, কিয়ারা, বরুণ ধাওয়ানের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জ্যাকলিন৷ সেখানে তার বেবি-কে কতটা সুন্দর লাগছিল সেই কথা লিখেছেন খোলা চিঠিতে৷ লেখেন-বাচ্চা তোমায় দোহা-র শো-তে সুন্দর ও হট লাগছিল৷ বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই৷
advertisement
6/6
সুকেশ আরও বলেন,সত্যের জয় হবে৷ আমরা খুব শীঘ্রই একে-অপরের সঙ্গে থাকব৷ যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল৷ এমনকী উপোসের পর নবরাত্রির নবম দিনে বৈষ্ণোদেবী ও মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথাও জানান প্রেমিক সুকেশ৷