In Pics: 'হামি'র প্রিমিয়ারের 'গালা' মুহূর্ত
Last Updated:
In Pics: 'হামি'র প্রিমিয়ারের 'গালা' মুহূর্ত
advertisement
1/15

'উইনডোস' প্রযোজিত, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'হামি'র প্রিমিয়ারে হাজির ছিলেন টলিটাউনের হেভিওয়েটরা! ফ্রেমবন্দি ব্রত বন্দ্যোপাধ্যায় (ছবির বোধিসত্ত্ব ওরফে ভুটু), তিয়াসা পাল (ছবির তনুরুচি, ডাকনাম চিনি), শিবপ্রসাদ (ছবিতে লাল্টু), গার্গী (ছবিতে মিতালী) Photo Courtesy: Windows Production
advertisement
2/15
অনুপম রায়। Photo Courtesy: Windows Production
advertisement
3/15
পাওলি দাম Photo Courtesy: Windows Production
advertisement
4/15
'হামি'র ক্ষুদে টিম-এর সঙ্গে নন্দিতা রায় ও চূর্ণি গঙ্গোপাধ্যায় Photo Courtesy: Windows Production
advertisement
5/15
গার্গী রায়চৌধুরী 'হামি' শিবপ্রসাদ, নন্দিতার ২০১৩'র ছবি 'রামধনু'র সিক্যুয়েল। যেখানে 'রামধনু' শেষ হয়েছিল সেখান থেকেই শুরু 'হামি'। 'রামধনু'র লালটু (শিবপ্রসাদ) আর মিতালী (গার্গী) এখন রীতিমতো অবস্থাপন্ন। ফার্নিচারের ব্যবসা করে ফুলেফেপে উঠেছে তাদের ব্যাঙ্ক ব্যালান্স আর লাল্টুর ভুঁড়ি! ছেলেকে বড় স্কুলে ভর্তি করেছে। কিন্তু উঠতি বড়লোক হলেও, ছাপোশা মধ্যবিত্ত মানসিকতাগুলো গায়ে লেগে রয়েছে। মিতালী ইক্কতের দামী সালোয়ার পরে ঠিকই, কিন্তু পায়ে নীল মোজা, এবং তারউপর স্ট্র্যাপ দেওয়া জুতো! মিতালী বেশ লড়াকু । উল্টো মেরুতে লালটু! পেটরোগা, অ্যাসিডিটি-তে ভোগে, ভয় পায়! Photo Courtesy: Windows Production
advertisement
6/15
তিয়াশা পাল। ছবির 'তনুরুচি' ওরফে 'চিনি'। বোধিসত্ত্ব (ব্রত বন্দ্যোপাধ্যায়) ওরফে ভুটু ও তনুরুচি 'বেস্ট ফ্রেন্ড'! সব ঠিকঠাকই চলছিল, মাঝে গোল বাধল একটা হামি নিয়ে। ভুটু ফ্রেন্ডশিপ ডে-তে নিছক খেলাচ্ছলে চিনির গালে একটা হামি খেয়ে বসল! ব্যাস! শুরু হয়ে গেল ধুন্ধুমার কাণ্ড! রে-রে করে উঠল বড়রা! কিন্তু কীভাবে একটা 'হামি'-ই বড়দের চোখের ঠুলি সরিয়ে দেবে, সেটাই ফুটে ওঠে ছবির ক্লাইম্যাক্সে! Photo Courtesy: Windows Production
advertisement
7/15
কোয়েল মল্লিক Photo Courtesy: Windows Production
advertisement
8/15
মমতা শঙ্কর ও নন্দিতা রায় Photo Courtesy: Windows Production
advertisement
9/15
অপরাজিতা ও তনুশ্রী শঙ্কর Photo Courtesy: Windows Production
advertisement
10/15
'হামি' মোমেন্ট! শিবপ্রসাদকে 'হামি' খাচ্ছেন বাবুল সুপ্রিয় Photo Courtesy: Windows Production
advertisement
11/15
ফ্রেমবন্দি 'ক্যাপ্টেন অফ দ্য শিপ'-- নন্দিতা রায়, শিবপ্রসাদ। সঙ্গে ব্রত আর তিয়াসা। Photo Courtesy: Windows Production
advertisement
12/15
কনীনিকা ও দেবলীনা কুমার ভুটু ও চিনির ক্লাস টিচার দেবলীনা। কনীনিকার দেখা মিলেছে স্থানীয় কাউন্সিলর দিলিপ রক্ষিত (খরাজ মুখোপাধ্যায়)-এর স্ত্রী শ্যামলী রক্ষিতের চরিত্রে। তিনি লড়াকু মেজাজের। ব্যাপক দজ্জাল! মীতালির সঙ্গে আদায় কাচকলায় সম্পর্ক! Photo Courtesy: Windows Production
advertisement
13/15
অনিন্দ্য চট্টোপাধ্যায়। 'হামি'র সঙ্গীত পরিচালক Photo Courtesy: Windows Production
advertisement
14/15
হাসিতে মশগুল ইমন, অপরাজিতা আঢ্য। ছবিতে স্কুলের চাইল্ড কাউন্সিলরের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। Photo Courtesy: Windows Production
advertisement
15/15
সুজন মুখোপাধ্যায় ছবিতে, চিনির বাবার চরিত্রে অভিনয় করেছেন সুজন। Photo Courtesy: Windows Production