TRENDING:

Koffee With Karan 7: কফি উইথ করণের সপ্তম সিজনে কোন কোন অতিথিকে দেখা যাবে? জেনে নিন

Last Updated:
advertisement
1/8
কফি উইথ করণের সপ্তম সিজনে কোন কোন অতিথিকে দেখা যাবে? জেনে নিন
অবশেষে অপেক্ষার অবসান। কফি উইথ করণের সপ্তম সিজন শুরু হয়ে গিয়েছে ৭ জুলাই তথা গতকাল থেকেই। ইতিমধ্যেই প্রোমোতে বলিউডের জনপ্রিয় কিছু সেলেবকে করণ জোহরের সেটের সোফায় বসে চটকদার কিছু আলোচনা করতে দেখা গেছে। সেই ক্যানডিড লুক থেকে তাঁদের এক একটা মশলাদার কথা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে। তবে এই সপ্তম সিজনে কোন কোন সেলিব্রিটিকে দেখতে পাব আমরা? জেনে নিন...
advertisement
2/8
১) আলিয়া ভাট: আলিয়া ভাটকে ২০১৩ তে প্রথম কফি কাউচে দেখা গিয়েছিল। সেটা ছিল চতুর্থ সিজন। তারপর ফের দেখা গেল সপ্তম সিজনে তার আগামী সিনেমা রকি অউর রানি কি কাহানি প্রোমোশনে আসতে। সঙ্গে ছিলেন সহ অভিনেতা রণবীর সিং। ২) রণবীর সিং: বলিউডের সবচেয়ে চার্মিং স্টার রণবীর সিংকে প্রথম দেখা গিয়েছিল কফি উইথ করণের চতুর্থ সিজনে। ফের সপ্তম সিজনে তাঁর ছবির সহ অভিনেত্রী আলিয়ার সঙ্গে দেখা গেছে।
advertisement
3/8
৩) জাহ্নবী কাপুর: ধরক অভিনেত্রী জাহ্নবীকে কফি উইথ করণের ষষ্ঠ সিজনে দেখা গিয়েছিল। ফের দেখা গেল তাঁর প্রিয় বান্ধবী সারা আলি খানের সঙ্গে। ৪) সারা আলি খান: সারা ফিরছেন কফি উইথ করণের সোফায় তাঁর প্রিয় বান্ধবী জাহ্নবীর সঙ্গে।
advertisement
4/8
৫) অনন্যা পাণ্ডে: কফি উইথ করণে ২০১৯-এ প্রথম এসেছিলেন অনন্যা। সঙ্গে ছিলেন স্টুডেন্ট অব দ্য ইয়ারের সহ-অভিনেতা টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া। এই সিজনে সঙ্গে থাকবেন লাইগার সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ৬) বিজয় দেবেরাকোন্ডা: আমাদের জনপ্রিয় 'অর্জুন রেড্ডি' কে দেখা যাবে কফির সপ্তম সিজনে।
advertisement
5/8
৭) বরুন ধাওয়ান: ২০১৩-এর চতুর্থ সিজনের পর সপ্তম সিজনে ফের দেখা যাবে বরুন ধাওয়ানকে। আগামী ছবি যুগ যুগ জিওর প্রোমোশনে আসবেন অভিনেতা। ৮) অনিল কাপুর: এভারগ্রিন অনিল কাপুরকে এই সিজনে যুগ যুগ জিওর প্রোমোশনে আসতে দেখা যাবে।
advertisement
6/8
৯) অক্ষয় কুমার: দ্য খিলাড়ি কুমার করণের সপ্তম সিজনে আসবেন দক্ষিণের অভিনেত্রী সামান্থা রথ প্রভুর সঙ্গে। ১০) সামান্থা রথ প্রভু: প্রথমবার অভিনেত্রীকে দেখা যাবে কফি উইথ করণে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে।
advertisement
7/8
১১) শাহিদ কাপুর: নিজের মতো করেই স্ট্রেটকাট উত্তর দিতে আসছেন অভিনেতা শাহিদ। ১২) কিয়ারা আডবানী: বলিউডের মোস্ট প্রমিসিং নায়িকা বলা হয় তাঁকে। প্রথমবার কফি উইথ করনে আসবেন তিনি সহ অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে।
advertisement
8/8
১৩) ক্রিতি সানন: কার্তিক আরিয়ানের সঙ্গে কফি উইথ করণের ষষ্ঠ সিজনে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ফের দেখা যাবে এই সিজনে। ১৪) টাইগার শ্রফ: টাইগার এই সিজনে ফিরছেন হিরোপন্থি সহ-অভিনেত্রী ক্রিতি সাননের সঙ্গে। তারকাখচিত এই সিজন কেমন নজর কাড়বে তা এখন শুধু সময়ের অপেক্ষা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Koffee With Karan 7: কফি উইথ করণের সপ্তম সিজনে কোন কোন অতিথিকে দেখা যাবে? জেনে নিন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল