TRENDING:

Ustad Rashid Khan Demise : শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক

Last Updated:
Ustad Rashid Khan Demise: মাত্র ৫৫ বছরেই থেমে গেল সুরেলা কন্ঠ৷ প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷ শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউড হয়ে রবীন্দ্রসঙ্গীতে তার অবাধ আনাগোনা সুরের মাধ্যমে আজীবন অমর হয়ে থাকবে দর্শকমনে৷
advertisement
1/8
শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ, সুরে সুরেই অমলিন ম্যাজিক
কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ পরিবার-প্রিয়জন হাজারো ভক্তদের প্রার্থনার পর তিনি আর ফিরলেন না৷ মাত্র ৫৫ বছরেই থেমে গেল সুরেলা কন্ঠ৷ প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷
advertisement
2/8
মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷ বেশ কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল৷ শিল্পীর প্রয়ানের খবর পেয়েই শোকস্তব্ধ দেশের সঙ্গীতমহল।
advertisement
3/8
শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে বিস্তর চর্চা থাকলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় জনপ্রিয় গান গেয়েছেন উস্তাদ রাশিদ খান। প্রতিটি গান সকলের হৃদয়ে অমলিন হয়ে গেঁথে থাকবে আজীবন৷
advertisement
4/8
২০০৭ সালে ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' ছবির 'আওগে জব তুম সাঁজনা'-গান গেয়ে শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউডের বিশ্বদরবারে রাতারাতি পৌঁছে গিয়েছিলেন উস্তাদ রাশিদ খান৷ এই গানের মধ্যেই তিনি সকলের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল উস্তাদ রাশিদের খানের কন্ঠে এই গান যেন সৃষ্টি করেছিল ভক্তদের মনে৷
advertisement
5/8
তারপর থেকে যেন বলিউডে নিজের একটি আলাদা জগৎ তৈরি করে নিয়েছিলেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান৷ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'মর্নিং ওয়াক ' ছবিতে 'ভোর ভয়োঁ' গানটিও ভীষণ জনপ্রিয় হয়েছিল৷ ছবি ফ্লপ করলেও শ্রেয়া ঘোষাল ও রাশিদ খানের এই গান আজও সকলের মনের খুব কাছের৷
advertisement
6/8
শাহরুখ খানের 'মাই নেম ইজ খান' ছবির ' আল্লা হি রহেম' গানটিও তাঁর গাওয়া৷ শঙ্কর-এহসান-লয়ের কম্পোজ করা গানটি তাঁর কন্ঠে অন্য এক ম্যাজিক সৃষ্টি করেছিল৷ শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউডে তিনি কতটা সাবলীল, তা গানের মধ্য দিয়েই সকল শ্রোতাদের বুঝিয়ে দিয়েছিলেন৷
advertisement
7/8
গান মানে যে শুধু সুর-তাল-লয়ের সঙ্গে আত্মিক সম্পর্ক, সেকথা চিরাচরিত ছক ভেঙেও একাধিকবার বুঝিয়ে দিয়েছিলেন ধ্রুপদী সঙ্গীতের দিকপাল৷ শুধু তাই নয়, রবীন্দ্রসঙ্গীতে তিনি কতটা দক্ষ ছিলেন, তা 'রাখো রাখো রে জীবনে'- দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন৷
advertisement
8/8
গান ছিল তাঁর সাধনা৷ অবশেষে সেই সাধনায় ছন্দপতন৷ ছক ভাঙতে গিয়ে নিজেক বারেবারে আবিস্কার করেছেন রাশিদ খান৷ শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউড হয়ে রবীন্দ্রসঙ্গীতে তার অবাধ আনাগোনা সুরের মাধ্যমে আজীবন অমর হয়ে থাকবে দর্শকমনে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ustad Rashid Khan Demise : শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল