২৫০টিরও বেশি ছবিতে অভিনয় অথচ শেষযাত্রায় স্রেফ ৩টে গোলাপ... কিংবদন্তি অভিনেতার অন্তিম পরিণতি চোখে জল আনবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মলয়ালম ছবির দুনিয়া তাঁকে এক ডাকে চেনে! শশী থিয়েটার থেকে সিনেমায় এসেছিলেন। ৫০০টিরও বেশি নাটকে অভিনয়ের পর তিনি সিনেমার জগতে আসেন। এর পর একে একে তিনি ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
advertisement
1/5

অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে যে সংখ্যা ব্যাপারটা তেমন কিছু নয়। এর চেয়ে গুণমানকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু যদি অভিনয়জগতের কথা আসে, তাহলে যত বেশি ছবি, তত গুণ এবং সুবিশাল জনপ্রিয়তা, এ কথা স্বীকার করে নিতেই হয়। না হলে দর্শকের মনে তো বটেই, রুপোলি পর্দাতেও জায়গা করে নেওয়া যায় না।
advertisement
2/5
শশী কলিঙ্গ তেমনই এক নাম। মলয়ালম ছবির দুনিয়া তাঁকে এক ডাকে চেনে! শশী থিয়েটার থেকে সিনেমায় এসেছিলেন। ৫০০টিরও বেশি নাটকে অভিনয়ের পর তিনি সিনেমার জগতে আসেন। এর পর একে একে তিনি ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। শুধু ভারতীয় ছবিই নয়, শশী কলিঙ্গ হলিউড অভিনেতা টম ক্রুজ অভিনীত একটি ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও, কিংবদন্তি অভিনেতা শশী কলিঙ্গ মোহনলাল, মামুথি এবং শ্রীনিবাসনের মতো দক্ষিণী ছবির অনেক শীর্ষস্থানীয় নায়কের ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মলয়ালম ছবির দর্শকের মনে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন।
advertisement
3/5
যদিও এমন এক অভিনেতার জীবনের শেষ দিনগুলো ছিল খুবই দুঃখজনক। ২০২০ সালের এপ্রিলে, শশী কলিঙ্গের স্বাস্থ্যের অবনতি ঘটে। পরবর্তীতে তাঁকে চিকিৎসার জন্য তাঁর নিজের শহর কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসায় তিনি সাড়া দেননি, ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে হঠাৎই তাঁর মৃত্যু হয়।
advertisement
4/5
সেই সময়ে দেশে নেমেছে কোভিডের করাল ছায়া। চলছে লকডাউন। সেই কারণেই শশী কলিঙ্গের করুণ পরিণতি প্রচারের আলোয় আসেনি। মরদেহ কোঝিকোড়ে তাঁর বাড়িতে রাখা হয়েছিল, কিন্তু শ্রদ্ধা জানাতে মাত্র কয়েকজন লোক গিয়েছিলেন। শশী কলিঙ্গের দেহ বাড়ির বিশাল উঠোনে একটি টেবিলের উপর রাখা হয়েছিল। শেষকৃত্যেও মাত্র কয়েকজনই উপস্থিত ছিলেন।
advertisement
5/5
এমনকী, লকডাউনের জন্য মালা কেনার কোনও দোকানও পাওয়া যায়নি। সহ-অভিনেতা বিনোদ কাভুর, যিনি তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, তিনি নিজের বাগান থেকে তিনটি গোলাপ তুলে এনে সুতোয় বেঁধে শশীর বুকে রেখেছিলেন, বলেছিলেন, এই সব, এর থেকে বেশি কিছু আর আনতে পারেননি! সেই শ্রদ্ধাজ্ঞাপনের ভিডিও ভাইরাল হয়েছিল, যা দেখে অনেকেরই চোখের জল বাধা মানেনি। কোভিড এবং সেই কারণে লকডাউন না থাকলে যে সমগ্র কেরল চলচ্চিত্র শিল্প শশী কলিঙ্গর শেষকৃত্যে তাঁকে সম্মান জানাতে উপস্থিত হতেন, এ নিয়ে সন্দেহ করার কোনও জায়গাই নেই!