Chiranjit Chakraborty and Indrani Dutta: ২৭ বছর পর কামব্যাক! বড়পর্দায় চিরঞ্জিৎ-ইন্দ্রাণী ফের জুটি বাঁধতে চলেছেন, 'লুপে'-এ ফিরছেন তাঁরা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Chiranjit Chakraborty and Indrani Dutta: 'লুপে' বড় পর্দায় একসঙ্গে ফিরছেন চিরঞ্জিত চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত। অবাক হলেন? আসলে 'দ্য লুপ' ছবিতে বহু বছর পর তাঁরা একে অপরের বিপরীতে কাজ করতে চলেছেন।
advertisement
1/6

'লুপে' বড় পর্দায় একসঙ্গে ফিরছেন চিরঞ্জিত চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত। অবাক হলেন? আসলে 'দ্য লুপ' ছবিতে বহু বছর পর তাঁরা একে অপরের বিপরীতে কাজ করতে চলেছেন।
advertisement
2/6
'লুপ' অর্থাৎ বার বার একই জিনিস ঘটে চলা, বলা ভাল ফিরে ফিরে আসা। আর ইমেজ এন্টারটেনমেন্ট প্রযোজিত, ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট নিবেদিত, অর্ঘ্যদীপ চট্টপাধ্যায় পরিচালিত এই ছবিও মূলত ফিরে ফিরে আসার গল্প বলবে।
advertisement
3/6
সিনেমা আবর্তিত হবে একটি রিসর্টকে ঘিরে যার নাম 'লুপ'। মিস্টার ও মিসেস গোমস হলেন এই রিসর্টের মালিক। তারাও ওখানেই থাকে, খুব হইহট্ট গোল পছন্দ করে না। তাই খুব কম সংখ্যক গেস্টদের বুকিং দেয়।
advertisement
4/6
সেখানেই কয়েক জন ছুটি কাটাতে আসেন, সকাল থেকে সব ভাল ভাবে চললেও রাত যত এগোতে থাকে বদলে যেতে থাকে সবটা। রিসর্টে আসা অতিথিদের জীবনে নেমে আসে অভিশপ্ত রাত। কিন্তু কেন এমনটা হয় সেখানে? এই সবটাই কী মিস্টার ও মিসেস গোমসের চক্রান্ত? নাকি তারাও বড় কোনও চক্রান্তের শিকার? সেই সব রহস্যের জট খুলবে 'দ্য লুপ'-এ।
advertisement
5/6
থ্রিলার এই ছবিতে মিস্টার ও মিসেস গোমসের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্তকে। পাশাপাশি ছবিতে থাকছেন প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, বরুণ চন্দ, অপ্রতিম চট্টপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, তনয়া মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
advertisement
6/6
এই সিনেমায় মিউজিকের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। পরিচালক জানান বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।