TRENDING:

Chiranjeevi: এক সময় তেলুগু ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিলেন, বর্তমানে অবশ্য ট্রোলিংয়ের মুখে পড়েছেন এহেন মেগাতারকা, জানেন কি সেই অভিনেতার নাম?

Last Updated:
Chiranjeevi: আসলে চিরঞ্জীবীর ছবি যখন মুক্তি পায়, তখন যেন ১০ দিন আগে থেকেই প্রেক্ষাগৃহে রীতিমতো হইচই পড়ে যায়। আর চিরঞ্জীবী যখন প্রেক্ষাগৃহে পা রাখেন, তখন তো সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আসলে অভিনেতা চিরঞ্জীবী তেলুগু সিনে দুনিয়ায় একটা আলাদা মাত্রা যোগ করেছেন।
advertisement
1/7
এক সময় তেলুগু ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিলেন, বর্তমানে ট্রোলিংয়ের মুখে পড়েছেন মেগাতারকা
তেলুগু সিনেমা নিয়ে যদি কোনও বই লেখা হয়, তাহলে মেগাস্টারকে নিয়ে তো একটা গোটা অধ্যায়ই থেকে যাবে। বর্তমান প্রজন্মের কাছে চিরঞ্জীবী মানেই ‘ওয়ালটেয়ার বীরাইয়া’, ‘গডফাদার’, ‘ভোলা শঙ্কর’। এ নিয়ে বর্তমান প্রজন্ম বেশ ট্রোলিংও করে। কিন্তু চিরঞ্জীবীকে নিয়ে এক সময় যে উন্মাদনা ছিল, তা ভারতের আর কোনও নায়কেরই ছিল না।
advertisement
2/7
আসলে চিরঞ্জীবীর ছবি যখন মুক্তি পায়, তখন যেন ১০ দিন আগে থেকেই প্রেক্ষাগৃহে রীতিমতো হইচই পড়ে যায়। আর চিরঞ্জীবী যখন প্রেক্ষাগৃহে পা রাখেন, তখন তো সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। আসলে অভিনেতা চিরঞ্জীবী তেলুগু সিনে দুনিয়ায় একটা আলাদা মাত্রা যোগ করেছেন।
advertisement
3/7
আর ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত অভিনেতাই চিরঞ্জীবীর সঙ্গে একবার হলেও কাজ করার সুযোগ পেতে চান। একই ভাবে ইন্ডাস্ট্রির সমস্ত প্রযোজক এবং পরিচালকও সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে কাজ করার সুযোগ পেতে চান। এমনকী, ডিস্ট্রিবিউটররাও চিরঞ্জীবীর সিনেমা আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কারণ এই মেগাতারকার অভিনয়ের মাত্রা নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না।
advertisement
4/7
ইন্ডাস্ট্রির সমস্ত হিট ছবি কিংবা ব্লকবাস্টার ছবিতে দেখা গিয়েছে চিরঞ্জীবীকে। আসলে সেই সময় তাঁর ঝুলিতে থাকা ফ্লপ ছবির সংখ্যা বহু তারকার হিট ছবির সংখ্যার সমান ছিল। আর এহেন জনপ্রিয়তা পেয়েছেন মেগাস্টার চিরঞ্জীবী। শুধু টলিউড বা দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, চিরঞ্জীবী কিন্তু উত্তরেও প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছিলেন। আর ভারতে চিরঞ্জীবীই ছিলেন প্রথম নায়ক, যিনি ১.২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
advertisement
5/7
এহেন একজন মেগাস্টার একটা সিঙ্গেল হিটের জন্য অপেক্ষা করে রয়েছেন। ‘কয়েদি নম্বর ১৫০’ ছবির হাত ধরে আবারও কামব্যাক করছেন তিনি। আর এই ছবির মাধ্যমে দেড়শো কোটির ক্লাবে প্রবেশ করে রেকর্ডের ইতিহাস আবারও লিখলেন অভিনেতা। এরপর যদিও মুক্তি পেয়েছিল তাঁর ‘Sye Raa Narasimha Reddy’ ছবি। সেখানে অবশ্য গড়পরতা পারফরম্যান্স দেখা গিয়েছিল অভিনেতার। বাণিজ্যিক ভাবে আবার সফল হয়েছিল ‘ওয়ালটেয়ার বীরাইয়া’। তবে অনেকেই এই ছবিকে ভাল ভাবে নিতে পারেননি।
advertisement
6/7
‘গডফাদার’ এবং ‘ভোলা শঙ্কর’ ছবি আবার চিরঞ্জীবীর বিষয়ে বহু মানুষের মতামত পরিবর্তন করে দিয়েছিল। অনেকেই মন্তব্য করেছিলেন যে, যদি মেগাস্টার ছবিতে অভিনয় করা বন্ধ করে দেন, তাহলে সেটাই তাঁর জন্য ভাল হবে। আপাতত এই মেগাতারকা ‘বিশ্বম্ভরা’ ছবি করছেন। এই ছবিকে কেন্দ্র করে দর্শকদের প্রত্যাশা বেড়েছে। এই ছবি পরিচালনা করছেন মল্লিদি বশিষ্ঠ। ২০০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৪ জুলাই।
advertisement
7/7
এর পাশাপাশি অনিল রবিপুড়ির সঙ্গে একটি ছবি করার কথা রয়েছে চিরঞ্জীবীর। পরের বছর সংক্রান্তিতে ছবিটির মুক্তি পাওয়ার কথা। আপাতত এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এই ছবিতে টলিউডের প্রথম সারির নায়ক কার্তিকেয়কে খলনায়ক হিসেবে ভাবা হচ্ছে। এদিকে কার্তিকেয় নিজে চিরঞ্জীবীর বড় ভক্ত।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Chiranjeevi: এক সময় তেলুগু ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিলেন, বর্তমানে অবশ্য ট্রোলিংয়ের মুখে পড়েছেন এহেন মেগাতারকা, জানেন কি সেই অভিনেতার নাম?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল