সুবর্ণ জয়ন্তীতে 'চেতনা ' নাট্যদল, উদযাপন হবে মঞ্চ সফল থিয়েটারের ফের অভিনয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখতে দেখতে ৫০ টা বছর কেটে গিয়েছে। সুবর্ণজয়ন্তী বর্ষে পা রাখতে চলেছে ' চেতনা ' নাট্যদল।
advertisement
1/4

#কলকাতা: ' চেতনা' নাট্যদল ৫০ বছর পূর্ণ করবে। কর্ণধার অরুণ মুখোপাধ্যায়ের 'মারীচ সংবাদ' নাটক দিয়ে চেতনার যাত্রা শুরু হয়েছিল। 'মারীচ সংবাদ' নাটকটিরও অর্ধশতক পূর্ণ হচ্ছে একই সঙ্গে। তারপর 'জগন্নাথ', 'তিস্তাপারের বৃত্তান্ত', 'মেফিস্টো', 'ঘাসিরাম কোতয়াল', 'ডন'. তাকে ভালো লাগে' ইত্যাদি মঞ্চ সফল নাটক সহ ছোট,বড় বহু নাটক মঞ্চস্থ হয়েছে এই ৫০ বছরের ইতিহাসে। এই ঐতিহাসিক লগ্নে এই নাট্যদল একটি নাট্যোৎসবের আয়োজন করেছে তারা । এই উৎসব চলবে ১৮ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
advertisement
2/4
এই উৎসবে 'মারীচ সংবাদ' নাটকটি পুনরমঞ্চস্থ হবে বাংলা মঞ্চের স্বনামধন্য অভিনেতাদের সমন্বয়ে। দেবশঙ্কর হালদার, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য, কৌশিক চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন আরও কয়েকজন নবীন ও প্রবীণ অভিনেতারা।
advertisement
3/4
পুনরমঞ্চস্থ হবে ভারতীয় থিয়েটারের মাইলফলক প্রযোজনা 'জগন্নাথ' এবং দীর্ঘ বিরতির পর অভিনীত হবে 'মেফিস্টো', 'ঘাসিরাম কোতয়াল', 'ডনঃ তাকে ভালো লাগে' ও 'রাণী ক্রেয়ুসা' নাটকগুলি। পরিচালনায় ও অভিনয়ে সুমন মুখোপাধ্যায় এবং সুজন মুখোপাধ্যায়।
advertisement
4/4
এই উৎসবে বিশেষ সহযোগিতায় থাকছে বিক্রম দাশগুপ্ত ফাউন্ডেশন। আশা করি বাংলা তথা ভারতীয় নাট্যমঞ্চের এই বিশেষ মুহূর্তটিতে আপনি আমাদের সঙ্গে থাকবেন। নিজে আসবেন এবং অন্যদের জানাবেন। Input- Manash Basak